বাইডেন ২৭০ থেকে কতদূরে? ঠিক করে দেবে জর্জিয়া, নেভাডা কিংবা পেনসেলভানিয়া
জয়ের প্রায় দ্বারপ্রান্তে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ২৬৪টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অপেক্ষা মাত্র ছয়টির। সেটাও নিশ্চিত হবে জর্জিয়া, নেভাডা বা পেনসেলভানিয়া রাজ্যের যেকোনো একটিতে বিজয়ী হলে। উত্তেজনা সেই মুহূর্ত ঘিরে। বিরোধী রিপাবলিকান দলের ভোট জালিয়াতির অভিযোগ এবং সমর্থকদের চাপের মুখেও ভোটকেন্দ্রগুলোতে এগিয়ে চলছে ব্যালট গণনার কাজ।
এক নজরে এই তিন রাজ্যের অবস্থা দেখে নেওয়া যাক দ্য নিউ ইয়র্ক টাইমস সূত্রে।
পেনসেলভানিয়া:
বৃহস্পতিবার সকালে নতুন করে ভোট গণনা শুরু হওয়ার পর রাজ্যটিতে ট্রাম্পের এগিয়ে থাকা মাত্র শূন্য দশমিক ২ পয়েন্টে নেমে এসেছে। ডাকযোগে আসা ভোট গণনার সঙ্গে সঙ্গে এগিয়ে আসছেন জো বাইডেন।
সব ভোট গণনা শেষ হলে বাইডেন জয়ী হবেন, ইতোমধ্যেই এমন লক্ষ্মণ স্পষ্ট। তবে ঠিক কখন নাগাদ এই প্রক্রিয়া শেষ হবে, তা বলা সম্ভব নয়।
পেনসেলভানিয়ার সেক্রেটারি অব স্টেট জানান, ডাকের মাধ্যমে যারা ভোটকেন্দ্রে না এসে ভোট দিয়েছেন ট্রাম্প তাদের মাত্র ২২ শতাংশ ভোট পাচ্ছেন। পক্ষান্তরে বাইডেন পাচ্ছেন ৭৭ শতাংশ। এই হারে বাইডেন আর মাত্র ২,৮৮,০০০ ভোট পেলেই ট্রাম্পকে ছাড়িয়ে যাবেন।
তিনি বলেন, 'মঙ্গলবার নির্বাচনের দিন মোট ২৬ লাখ অনুপস্থিত ভোটারের ব্যালট আসে ডাকে করে। আমার হিসাবে আজ বৃহস্পতিবার নাগাদ এমন ৫ লাখ ভোট গণনা বাকি আছে। আর গণনা করা হয়েছে ২১ লাখ। প্রতি পাঁচ লাখ ব্যালটে বাইডেনের ও ট্রাম্পের ভোট অনুপাত ছিল ৭৭:২২। অবশিষ্ট যে পাঁচ লাখ ভোট আছে সেখানে এই গতিতে এগোতে থাকলে এক লাখ ভোটের ব্যবধানে জিতে যাবেন ডেমোক্রেট প্রার্থী। এটা বেশ বড় জয় হবে তার জন্য।''
এই রাজ্যের ইলেক্টোরাল ভোট আছে ২০টি।
জর্জিয়া:
গত বুধবার রাতেও বড় ব্যবধানে জর্জিয়ায় এগিয়ে ছিলেন ট্রাম্প। কিন্তু, তার অবস্থান অনেক দুর্বল হয়েছে ভোট সংখ্যায়। এখন তিনি মাত্র শূন্য দশমিক ২৫ পয়েন্টে এগিয়ে আছেন। এই রাজ্যের ১৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে, যা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তবে রাজ্যের প্রধান নগরী আটলান্টায় ব্যালট গণনা শুরু হওয়ার কারণেই ট্রাম্প ধীরে ধীরে পিছিয়ে পড়া শুরু করেন। কারণ, এখানে ডেমোক্রেটদের শক্ত সমর্থন রয়েছে।
বর্তমানে ট্রাম্প মাত্র ১৯ হাজার ভোটে এগিয়ে আছেন। তবে বাইডেনের পক্ষে যেতে পারে এমন বড় সংখ্যক ভোট গণনা এখনও বাকি।
বাকি ব্যালটের সংখ্যা নিয়ে পরস্পর বিরোধী তথ্যের কারণে- সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি নিউ ইয়র্ক টাইমস।
তবে কিছুটা আভাস পাওয়া গেছে দায়িত্বশীল কর্মকর্তাদের মারফত।
যেমন; আজ সকালে জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ২৫ হাজার ব্যালট গণনা বাকি থাকার কথা জানান। এমনটা হলে, বাইডেন অল্পের জন্য হেরে যাবেন। তবে একইদিন সকালে ওই মন্ত্রী ৫০ হাজার ব্যালট গণনা বাকি আছে বলে ফের জানিয়েছেন।
তবে রাজ্যের প্রধান ভোট প্রশাসন কর্মকর্তা মারফত নিউ ইয়র্ক টাইমস জানতে পারে, এখনও ৬১,৩৬৭ ব্যালট গণনা বাকি রয়েছে। মার্কিন দৈনিকটির নিজস্ব হিসাবের কাছাকাছি এই সংখ্যা। এবং এটি সঠিক হলে, জয়ের বড় সম্ভাবনাই আছে বাইডেনের জন্য।
নেভাডা:
এই রাজ্যে নতুন করে ডাকে ব্যালট আসার কোনো খবর জানতে পারেনি নিউ ইয়র্ক টাইমস। নেভাদায় বাইডেনের অগ্রযাত্রা অব্যাহত আছে। বাকিটা গণনা করা হচ্ছে; নির্বাচনের দিন ডাকে প্রাপ্ত ব্যালট এবং প্রভিশনাল কিছু ব্যালট গণনা করে।
এই ভোটগুলোও বাইডেন পাবেন বলে জোর অনুমান রয়েছে। কারণ, এখন পর্যন্ত ডাকযোগে যত ভোট এসেছে, তাতে ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীর ভোট অনুপাত ছিল- ২:১। অর্থাৎ, প্রতি তিনটির মধ্যে দুটি ভোট বাইডেন পেয়ে আসছেন।
নেভাডায় মোট ৬টি ইলেক্টোরয়াল ভোট রয়েছে।