বিদেশী নাগরিকদের চীনে প্রবেশের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর দ্রুত প্রসারের পরিপ্রেক্ষিতে, বিদেশি নাগরিকদের অস্থায়ীভাবে চীনে প্রবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয় এই তথ্য, যা ২৮ শে মার্চ রাত ১২টা থেকে কার্যকর হবে।
ওয়েবসাইট থেকে জানা যায়, কূটনৈতিক, পরিসেবা, সি ভিসা এই কার্যাদেশের এর বাহিরে থাকবে।
অর্থনৈতিক, বাণিজ্য, বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত বা জরুরি মানবিক প্রয়োজনে বিদেশী নাগরিকরা চীনা দূতাবাস বা কনসুলেটে ভিসার জন্য আবেদন করতে পারে। এই ঘোষণার পরে জারি করা ভিসা বিদেশী নাগরিকদের প্রবেশ প্রভাবিত করবে না।
সেখানে আরও বলা হয়, স্থগিতাদেশ একটি অস্থায়ী ব্যবস্থা যা অন্যান্য দেশের প্রাদুর্ভাব পরিস্থিতি এবং মহামারি নিয়ন্ত্রনের আলোকে চীন এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
চীন সব দেশের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে এবং বিশেষ পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের সাথে কর্মীদের আদান-প্রদান সঠিকভাবে পরিচালনা করবে বলে ওয়েবসাইটে জানানো হয়।