বিবিসি সাংবাদিককে দেশে ফেরার নির্দেশ রাশিয়ার
মস্কোতে কর্মরত বিবিসির এক সাংবাদিককে বহিষ্কার করেছে রাশিয়া।
অনেক বছর ধরে রাশিয়ায় কাজ করে আসা বিবিসি প্রতিবেদক সারাহ রেইনসফোর্ড শনিবার জানান, তাকে খুবই 'রূঢ়ভাবে' বের করে দেওয়ার সাথে সাথে রাশিয়া সরকারের পক্ষ থেকে এ-ও বলা হয়েছে, তিনি আর কখনোই এই দেশে ফিরতে পারবেন না।
ইংল্যান্ডের সঙ্গে এমনিতেই ভঙ্গুর দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যাওয়া রাশিয়া জানিয়েছে, লন্ডন রাশিয়ান সাংবাদিকদের ভিসা দিতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রেইনসফোর্ড বলেন, তিনি এই সিদ্ধান্তে একদম হতবাক হয়ে গিয়েছিলেন। তবে পশ্চিমের সাথে রাশিয়ার সম্পর্ক যখন আরও খারাপের দিকে যাচ্ছে, তখন এমন সিদ্ধান্ত বৃহত্তর কোন কূটনৈতিক খেলার অংশ বলেই মনে করছেন তিনি।
তিনি আরও বলেন, এই মাসের শেষে তার রাশিয়ান ভিসা নবায়ন না করার পদক্ষেপটি প্রযুক্তিগত মনে হলেও, আসলে তা না।
'আমাকে বের করে দেওয়া হয়েছে,' বলেন তিনি।
'আমাকে বলা হয়েছে, আমি আর কখনোই ফিরে আসতে পারবো না। ব্যক্তিগতভাবে এই সংবাদ আমার জন্য খুবই পীড়াদায়ক।'
রেইনসফোর্ড জানান, তিনি তার জীবনের প্রায় এক তৃতীয়াংশ সময়ই রাশিয়ায় কাটিয়েছেন। এবং এই দেশ নিয়ে বছরের পর বছর ধরে গবেষণা করেছেন। নিপীড়নমূলক পরিবেশের জন্য রাশিয়ার গল্প বলা অনেক কঠিন হয়ে আসছে বলে জানান রেইনসফোর্ড।
তিনি বলেন, 'সবকিছু কতটা বদলেছে তার একটি পরিষ্কার নিদর্শন এটি। রাশিয়ার অবস্থা কতটা খারাপ, এবং রাশিয়া (বহির্বিশ্ব থেকে) নিজেকে কীভাবে গুটিয়ে নিচ্ছে, এই সিদ্ধান্ত সেটির নিদর্শনও।'
বিবিসি মস্কোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে, এবং এই ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত বলে অভিহিত করেছে।
রাশিয়া বলেছে, রাশিয়ান সাংবাদিকদের উপর চলা 'ভিসা-সংক্রান্ত নিপীড়নের' মোক্ষম জবাব দেয়া হবে বলে যুক্তরাজ্যকে বহুবার সর্তক করেছিল তারা।
- সূত্র: রয়টার্স