বেলারুশে বিমানের গতিপথ ঘুরিয়ে সাংবাদিক আটকের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইউরোপে নিন্দার ঝড়
বেলারুশে বিরোধী মতাবলম্বী সাংবাদিককে আটক করার জন্য জোর করে ফ্লাইট ঘুরিয়ে বিমান অবতরণে বাধ্য করার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের তিরষ্কারের পর এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ঘটনার নিন্দা জানান।
রোববার বেলারুশের প্রভাবশালী টেলিগ্রাম চ্যানেল নেক্সটা এবং নেক্সটা লাইভের সাবেক সম্পাদক রোমান প্রোতাসেভিচকে আটক করে বেলারুশ পুলিশ।
দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর নির্দেশে বিমানে বোমা থাকার কথা বলে লিথুয়ানিয়াগামী রায়ানেয়ার এফআর৪৯৭৮ ফ্লাইটের গতিপথ ঘুরিয়ে মিনস্কে ফেরত আনা হয়।
প্রেসিডেন্টের নির্দেশে দ্রুত বিমানটির অবতরণে যুদ্ধজাহাজ মিগ-২৯ পাঠানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেন, "ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য রাষ্ট্রের মধ্যকার একটি ফ্লাইট জোর করে ঘুরিয়ে মিনস্কে এনে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে নামানো এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। আমরা দ্রুত তার মুক্তি চাই।"
এর আগে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দও ঘটনায় নিন্দা জ্ঞাপন করেন। সাংবাদিক এবং ব্লগার রোমান প্রোতাসেভিচকে আটকের ঘটনাকে তারা 'রাষ্ট্রীয় সন্ত্রাস এবং অপহরণ' হিসেবে উল্লেখ করেন। গ্রিসের এথেন্স থেকে লিথুয়ানিয়ার ভিলনিয়াসগামী ফ্লাইটটির গতিপথ ঘোরানোর দায়ে বেলারুশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সোমবার বৈঠকে বসতে চলেছেন ইউরোপীয়ান নেতারা।
- সূত্র: সিএনএন