ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হাতে বানানো সাইকেল উপহার দিলেন মার্কিন প্রেসিডেন্ট
জি-৭ এর নেতা হিসেবে প্রথম সাক্ষাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে একটি বাইসাইকেল উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়, নীল, সাদা আর লাল রঙে ডিজাইন করা এই বাইকটি তৈরি করা হয়েছে ফিলাডেলফিয়ার একটি কারখানায়। সাধারণ এ ধরনের সাইকেল বানাতে কয়েক মাস লেগে গেলেও এই সাইকেলটি বানানো হয়েছে অল্প কয়েকদিনের মধ্যে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রায়ই লন্ডনের রাস্তায় সাইকেলে চড়তে দেখা যায়।
অন্যদিকে বাইডেনকে তিনি উপহার হিসেবে দিয়েছেন মার্কিন দাস প্রথা বিরোধী কর্মী ফেড্রিক ডগলাসের একটি মুর্যালের ফ্রেমে বাধাই করা ছবি।
মার্কিন প্রেসিডেন্ট ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যে সাইকেলটি উপহার দিয়েছেন সেটির প্রস্তুতকারক স্টিফেন বিলেনকি ফিলাডেলফিয়া ইনকয়ারা কে জানান, সাধারণত একেকটি সাইকেল তৈরি করতে ১৮ মাস সময় নিলেও এই সাইকেলটি এবং এর সঙ্গে একটি হেলমেট বানানোর জন্য স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় গত ২৩ মে। সাইকেলের মূল্য মাত্র ১৫০০ ডলার রাখেন তিনি।