ভারতীয় সেনাবাহিনীতে ফেসবুক-সহ ৮৯ অ্যাপ নিষিদ্ধ
১৫ জুলাইয়ের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ ৮৯টি অ্যাপ নিজেদের মোবাইল ফোন থেকে সরিয়ে ফেলতে ভারতীয় সেনাবাহিনীর সব সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যাওয়া ঠেকাতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে। ওই অ্যাপগুলোর মধ্যে সরকারিভাবে নিষিদ্ধ ৫৯টি চীনা অ্যাপও রয়েছে।
এর আগে ফেসবুক ব্যবহারে সেনা সদস্যদের একাধিকবার কঠোর দিক-নির্দেশনা দিয়েছিল সেনাবাহিনী। এছাড়া অফিসিয়াল কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহারেও সীমারেখা টেনে দেওয়া হয়েছিল।
নতুন নির্দেশনায় মেসেজিং, কনটেন্ট শেয়ারিং, ওয়েব ব্রাউজিং, ভিডিও হোস্টিং, গেমিং, ই-কমার্স, ডেটিং, অ্যান্টি-ভাইরাস, নিউজ ও মিউজিক-সহ আরও কিছু সার্ভিস দেওয়া
অ্যাপগুলোর ওপর ব্যবহার নিষেধাজ্ঞা জারি করা হয়।
- সূত্র: দ্য হিন্দু