মানব শরীরের জন্য নিরাপদ প্রমাণিত হলো মডার্নার তৈরি করোনার টিকা
করোনাভাইরাস প্রতিরোধে টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ সফল হয়েছে। কোনো প্রকার নেতিবাচক পার্শ্বঃপ্রতিক্রিয়া ছাড়াই করোনার জীবাণু প্রতিরোধে দেহের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করতে পেরেছে এটি।
টিকাটির প্রস্তুতকারক মার্কিন বায়োটেক কোম্পানি মডার্না গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে তাদের এই সফলতার খবর প্রকাশ করে। এর ফলে বিশ্ব মহামারির করাল থাবায় বিপর্যস্ত মানবজাতির জন্য নতুন আশার জায়গা তৈরি হলো। খবর নিউইয়র্ক টাইমসের।
মডার্না জানায়, প্রাথমিকভাবে মোট ৮ জন স্বেচ্ছাসেবীর দেহে গত মার্চে টিকাটি দুই ডোজ করে প্রয়োগ করা হয়েছিল। কার্যকারিতার প্রমাণ পাওয়ার এখন আরও বড় আকারে বা শত শত মানুষের মাঝে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করা সম্ভব হবে।
সেখানেও সফলতা দেখালে পরবর্তীতে কয়েক হাজার ব্যক্তির দেহে এটা দেওয়া হবে। সফলভাবে এসব স্তর পার করতে পারলেই, কেবল মাত্র তখন ভ্যাকসিন ব্যাপকহারে উৎপাদনের অনুমতি দেবে মার্কিন ওষুধ ও খাদ্য প্রশাসন- এফডিএ।
দ্বিতীয় ধাপে ৬০০ ব্যক্তির দেহে টিকাটির পরীক্ষা খুব শীঘ্রই শুরু করার কথা জানিয়েছে মর্ডানা। আর আগামী জুলাই থেকে কয়েক হাজার সুস্থ ব্যক্তির দেহে এটি তৃতীয় ধাপে প্রয়োগ করা হবে। ইতোমধ্যেই, এফডিএ কোম্পানিটিকে তাদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করার অনুমতিও দিয়েছে।
মডার্নার প্রধান চিকিৎসা গবেষণা কর্মকর্তা ড. টেল জাক্স এক সাক্ষাৎকারে জানান, সকল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলে, চলতি বছরের শেষ নাগাদ বা ২০২১ সালের শুরুতে এটি বাজারে ছাড়া হবে। সকলেই যেন এ ভ্যাকসিন ব্যবহারের সুযোগ পান, তা নিশ্চিত করতে আমরা দৈনিক লাখ লাখ পরিমাণে উৎপাদনের লক্ষ্য নিয়েছি।