মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মুহিউদ্দিন ইয়াসিন
আধুনিক মালয়েশিয়ার স্থপতিখ্যাত আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে জীবন্ত কিংবদন্তী মাহাথির মোহাম্মদ। কিন্তু জোট রাজনীতির জটিল সমীকরণে সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন।
এরপর মাহাথির যখন নতুন সরকার গঠনের চেষ্টা করছেন, তার মাঝেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিন ইয়াসিনের নাম ঘোষণা করেছেন মালয়েশিয়ার রাজা।
আজ শনিবার দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বৈঠকের পর মালয়েশিয়ার রাজা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইয়াসিনকে মনোনীত করেন। খবর স্ট্রেইটস টাইমসের।
বৈঠকের পরেই রাজার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন শীর্ষ রাজকীয় ব্যবস্থাপক আহমেদ ফাদিল শামসুদ্দিন।
তিনি বলেন, মহামান্য রাজা সকল দলের প্রতিনিধি এবং স্বতন্ত্র এমপি'দের সঙ্গে আলোচনার পর পাগোহ দলের সাংসদ তান শ্রী মুহিউদ্দিন বিন মোহাম্মদ ইয়াসিনকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করেছেন। অধিকাংশ এমপি এই মনোনয়ন সমর্থন করবেন, এটাই তার প্রত্যাশা।
রাজকীয় মনোনয়ন পাওয়ার পর আগামী রোববার সকাল সাড়ে দশটায় মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত হবেন মুহিউদ্দিন ইয়াসিন।
'সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থা অবসান করতে দেশে একজন যোগ্য প্রধানমন্ত্রী থাকা প্রয়োজন। এমন নেতৃত্বের শক্তিতে জনগণ এবং আমাদের প্রিয় দেশের সমৃদ্ধি নিশ্চিত হবে। এই প্রত্যাশা থেকেই মহামান্য রাজা এটি দেশের জন্য কল্যাণকর হবে বলে প্রত্যাশা করছেন', বলেছেন শীর্ষ রাজ ব্যবস্থাপক।
এদিকে মাহাথিরের ভক্ত এবং সমর্থকদের রাজ ঘোষণা চরম ক্ষুদ্ধ ও বিস্মিত করেছে। অপ্রত্যাশিত এই ঘোষণা এমন সময় দেওয়া হলো, যখন মাহাথির নতুন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১২ জন সাংসদের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছিলেন।
এর চেয়েও বড় আঘাত হলো মুহিউদ্দিনের নিয়োগ। মুহিউদ্দিন দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক সরকারেও ছিলেন। অবশ্য ওয়ানএমডিবি বিনিয়োগ তহবিলের কেলেঙ্কারির পরেই তিনি নাজিবের সরকার থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করেন।
রাজ ঘোষণার পরেই নতুন সরকার গঠনের লক্ষ্যে নাজিবের দল ইউনাইটেড মালয়েশিয়া ন্যাশনাল অর্গানাইজেশন (উমনো) এবং পার্টি ইসলাম সে-মালয়েশিয়া'র (পাস)সঙ্গে জোটবদ্ধ হচ্ছেন মুহিউদ্দিন।
উমনোর সঙ্গে এমন জোট গঠনের তীব্র নিন্দা জানিয়েছেন ড. মাহাথির।