মিয়ানমারে একদিনেই গুলিতে নিহত ৩৮
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী চলমান বিক্ষোভে বুধবার দেশটির বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৮ জন প্রাণ হারিয়েছেন। খবর বিবিসির।
এক মাস সময়ব্যাপী চলা এই বিক্ষোভ শুরুর পর গতকালকের দিনটিকে 'সবচেয়ে রক্তক্ষয়ী দিন' হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ।
মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টিন শ্রেনার বার্গেনার জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভয়াবহ সব হামলার দৃশ্য প্রকাশ পাচ্ছিল।
নিরাপত্তা বাহিনী রাবার বুলেট নিক্ষেপ করে ও ফাঁকা গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পহেলা ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতার দখল নেয়ার পর থেকেই দেশজুড়ে জনসাধারণের বিক্ষোভ ও প্রতিবাদ গড়ে উঠে। তাদের দাবি অভ্যুত্থানের সমাপ্তি ঘটিয়ে সু চি সহ আটককৃত নেতাকর্মীদের মুক্তি।
এই অভ্যুত্থান এবং সামরিক সহিংসতার প্রতি বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইলেও মিয়ানমারের সেনাবাহিনী সেসব উপেক্ষা করে যাচ্ছে।
বুধবারের ঘটনার পর যুক্তরাজ্য শুক্রবারে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রতি বৈঠকের আহ্বান জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারা মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ নেয়ার বিষয়ে বিবেচনা করছে।
মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলো অং সান সু চিকে মুক্তি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে জান্তা সরকারকে আহবান জানানোর ঠিক একদিন পরেই এই রক্তক্ষয়ী সহিংসতা ঘটল।
শ্রেনার বার্গেনার জানান, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে ইতিমধ্যে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে।
তিনি আরও উল্লেখ করেন যে, যে একটি ভিডিও ক্লিপে পুলিশ নিরস্ত্র স্বেচ্ছাসেবক মেডিকেল কর্মীদের কীভাবে মারধর করে তা উঠে আসে।
মিয়ানমারের অভ্যন্তরীণ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, কোনো সতর্কতা ছাড়াই বুধবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালান।
সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, নিহতদের মধ্যে ১৪ এবং ১৭ বছরের দু'জন কিশোর রয়েছে। এছাড়া ১৯ বছর বয়সী একজন নারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।
মিয়ানমারের কেন্দ্রস্থল মনিয়ায় গুলিতে ছয়জন নিহত হন। এছাড়া কমপক্ষে ৩০ জন আহত হন বলে স্থানীয় এক সাংবাদিক বার্তা সংস্থা রয়টার্সকে জানান।
মিনগিয়ানে অন্তত ১০ জন আহত হয়েছে বলে এএফপিকে জানান একজন স্বেচ্ছাসেবক।
তিনি বলেন,"তারা টিয়ার গ্যাস, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোঁড়ে।"
"নিরাপত্তা বাহিনীর সদস্যরা জলকামান ব্যবহার না করে আমাদের ওপর সরাসরি গুলি চালান বিক্ষোভে", রয়টার্সকে বলেন এক বিক্ষোভকারী।
এদিকে দেশটির দ্বিতীয় বৃহত্তর শহর মান্দালয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানায়।
"সকাল দশটা কিংবা সাড়ে দশটার দিকে পুলিশ এবং সেনারা এসে অতর্কিতে বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালাতে শুরু করে। তারা কোন রকম সতর্কবার্তা পর্যন্ত দেয় নি।"
তবে এসব হামলা ও মৃত্যুর ব্যাপারে এখন পর্যন্ত সেনাবাহিনী কোন মন্তব্য করেনি।