মেঘালয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ৭০ শতাংশে কাঁটাতার স্থাপন
মেঘালয়ে ভারত- বাংলাদেশ সীমান্তের ৭০ শতাংশ কাঁটাতরে ঘেরা হয়েছে। অবশিষ্ট কাজও শীঘ্রই সম্পন্ন হবে বলে জানিয়েছেন মেঘালয় ফ্রন্টিয়ার বিএসএফের ইন্সপেক্টর জেনারেল হরদীপ সিং।
তবে ১৩টি এলাকায় কাঁটাতার বসানোর জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছ থেকে ছাড়পত্র প্রয়োজন।
"বাংলাদেশের সাথে মেঘালয়ের ৪৪৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের প্রায় ৭০ শতাংশে কাঁটাতার স্থাপন করা হয়েছে। কাটাতারহীন বাকি এলাকায় এখনও কাজ চলছে," বলেন তিনি।
তিনি জানান, ১৩টি জায়গায় কাঁটাতার স্থাপনের জন্য বিজিবির কাছ থেকে ছাড়পত্র প্রয়োজন, কারণ এই এলাকাগুলো জিরো লাইনের ১৫০ গজের ভেতরে পড়েছে।
জেনারেল হরদীপ আরও বলেন, "আমরা ইতোমধ্যে বিষয়টি তাদের আবহিত করেছি এবং আশা করি খুব শীঘ্রই ছাড়পত্র মিলবে। তারপরই সম্পূর্ণ সীমান্ত কাঁটাতারে বেষ্টিত করা হবে।"
বিএসএফের আইজি জানান, গত এক বছরে সীমান্ত থেকে ১০ হাজার গবাদিপশু ও ৪০ কোটি রুপির অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।
তিনি বলেন, পাচারকারীরা কাঁটাতারহীন সীমানা ব্যবহার করে গবাদি পশু এবং অন্যান্য পণ্য পাচার করে। একারণে বিএসএফ এ এলাকায় নজরদারি বাড়িয়েছে।
- সূত্র: দ্য ইকোনমিক টাইমস