যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস নগরে এক বিস্ফোরণের প্রেক্ষিতে আশেপাশের বেশ কয়েকটি ভবনে ভয়াবহ আকারে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে ১১ দমকল কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শনিবার সাড়ে ছয়টার দিকে প্রথম দমকল বিভাগের কাছে আগুন লাগার খবর আসে।
লস অ্যাঞ্জেলস অগ্নিনির্বাপক বিভাগের মুখপাত্র এরিক স্কট জানান, ফোনকলের সূত্রে আমরা জানতে পারি লিটল টোকিও'র এলাকা থেকে দক্ষিণে অবস্থিত বোয়েড সড়কের একটি স্থাপনায় আগুন লেগেছে। দমকলকর্মীরা সেখানে উপস্থিত হয়ে আগুনের উৎস খুঁজে তা নেভানোর চেষ্টা করতে থাকেন। এসময় প্রচণ্ড এক বিস্ফোরণ হয়, যা অনেক দূর পর্যন্ত শোনা গেছে। বিস্ফোরণে ওই এলাকা কেঁপে ওঠে।
বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এতে রাস্তার অপর পাশে রাখা দমকল বিভাগের একটি গাড়ি পুড়ে কালো আকার ধারণ করে। আগুনের হল্কায় অনেক দমকলকর্মীর হেলমেটও গলে যায়। এসময় আশেপাশের কয়েকটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে লস অ্যাঞ্জেলেসের আকাশে উড়ছে।
মুখপাত্র স্কট জানান, বিস্ফোরণ ও আগুনের তাণ্ডবে সেখানে উপস্থিত ২৪০ দমকলকর্মীর মাঝে প্রায় ১১ জন আহত হন। তাদের স্থানীয় কাউন্টির ইউএসসি মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনিয়ে গত শনিবার রাতে করা এক সংবাদ সম্মেলনে নগর মেয়র এরিক গারসেট্টি বলেন, আহত দমকলকর্মীদের মাঝে তিনজন গুরুতর আহত, অন্যদের পুড়ে যাওয়ার জখম তেমন গুরুতর নয়। আহতরা প্রত্যেকেই সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
লস অ্যাঞ্জেলস নগরপিতা আরও বলেন, গত দুই মাস ধরে চিকিৎসা কর্মী এবং অন্যান্য জরুরী সেবা কর্মীদের প্রতি আমরা কতটা ঋণী, তা আগের চেয়ে অনেক বেশি অনুধাবন করতে পারছি। এনিয়ে আলোচনাও চলছে সবার মাঝে। আজকের ঘটনার পর আমি আবারও তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
দমকল বিভাগ জানিয়েছে, আগুন ও বিস্ফোরণের কারণ জানতে তারা অনুসন্ধান শুরু করেছে। প্রাথমিক তদন্তে বিউটেন হ্যাশওয়েল বিক্রেতা একটি গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।