রাজনীতি থেকে অবসর নিলেন দুতার্তে, সুগম হলো তার কন্যার প্রেসিডেন্সির পথ
রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানালেন ফিলিপাইনের ৭৬ বছর বয়সী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। আগামী বছরের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হবেন না বলে জানিয়েছেন তিনি।
এর আগে গেল মাসে দুতার্তে জানিয়েছিলেন, ২০২২ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্সির জন্য লড়বেন তিনি।
কিন্তু এবার তিনি নিজেকে সেই লড়াই থেকে প্রত্যাহারের কারণ হিসেবে জানালেন, 'ফিলিপিনোদের মধ্যে একটি বিশাল অংশের অনুভূতি এই যে আমি ওই পদের জন্য যোগ্য নই।'
গত কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, দুতার্তের কন্যা হয়তো আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য দাঁড়াবেন। আর এরই মধ্যে অবসরের ঘোষণা দিলেন দুতার্তে।
দুতার্তে বিবেচিত হন একজন বিতর্কিত 'স্ট্রংম্যান' ব্যক্তিত্ব হিসেবে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ের আশ্বাস দিয়ে ২০১৬ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হন তিনি।
কিন্তু তার সমালোকচকদের মতে, ক্ষমতায় আসার পর থেকে গত পাঁচ বছরে তিনি 'মাদকের বিরুদ্ধে লড়াই'-এর নামে পুলিশকে উৎসাহ জুগিয়েছেন হাজার হাজার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে।
ফিলিপাইনের সংবিধান অনুযায়ী সে দেশের প্রেসিডেন্ট কেবল এক মেয়াদে ছয় বছরের জন্যই ক্ষমতায় থাকতে পারেন, যে কারণে আগামী নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হতে চাইছিলেন দুতার্তে।
দুতার্তের কন্যা সারা দুতার্তে-কার্পিও বর্তমানে ফিলিপাইনের দক্ষিণের শহর দাভাওয়ের মেয়র। গত মাসে তিনি জানিয়েছিলেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, কেননা তিনি ও তার বাবা মিলে ঐকমত্যে পৌঁছেছেন যে তাদের দুজনের মধ্য থেকে যেকোনো একজনই শুধু নির্বাচনে অংশ নেবে।
অবশ্য এ বছর নির্বাচন বিষয়ক যতগুলো জনমত জরিপ আয়োজিত হয়েছে, সবগুলোতেই এগিয়ে থেকেছেন তিনি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, দুতার্তের প্রেসিডেন্সির কেবল প্রথম ছয় মাসেই পুলিশ কিংবা অজ্ঞাত অস্ত্রধারী আক্রমণকারীদের হাতে প্রাণ হারিয়েছে সাত হাজারের বেশি মানুষ।
এদিকে গত জুনে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর আবেদন জানান ফিলিপাইনের 'মাদকের বিরুদ্ধে লড়াই' হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার। তিনি জানান, সেখানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে।
ধারণা করা হচ্ছে, দুতার্তে-কার্পিও যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে তিনি হয়তো ফিলিপাইন ও আইসিসিতে দুতার্তের নামে করা অভিযোগগুলো থেকে তার বাবাকে রক্ষা করবেন।
- সূত্র : বিবিসি