রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেপ্তার
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করেছে দেশটির উত্তর প্রদেশ পুলিশ। বৃহস্পতিবার হাথরাসে যাওয়ার পথে যমুনা এক্সপ্রেসওয়ের কাছে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
গণধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিল্লিতে এ সপ্তাহের শুরুতে মারা যাওয়া উত্তর প্রদেশের এক নারীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তারা।
'এপিডেমিক অ্যাক্ট লঙ্ঘণের দায়ে তাদের আটকিয়েছি। তাদের আমরা সামনে আগাতে দেব না,' এনডিটিভিকে বলেছেন নইদা এডিসিপি রণবিজয় সিং।
এর আগে, আজ (বৃহস্পতিবার) রাহুল গান্ধী জানান, তিনি ও তার বোন দিল্লি ও উত্তর প্রদেশের মধ্যকার হাইওয়েতে লংমার্চ করে যাওয়ার সময় পুলিশ লাঠিচার্জ করে এবং ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়।
শত শত সমর্থক নিয়ে, লং মার্চ করে নির্যাতিতা নারীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন দুই গান্ধী ভাই-বোন। পুলিশ তাদের বাধা দেয়
অবশ্য, কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও 'রাজনৈতিক পর্যটন'কে উৎসাহিত না করার আহ্বান জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নাকভি।
এদিকে, ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার দিল্লির এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৯ বছর বয়সী এক দলিত নারী। হাথরাসে গণধর্ষণের শিকার হয়েছিলেন তিনি।