লকডাউন না মানলে গুলির নির্দেশ ফিলিপাইনে
করোনা ভাইরাস মহামারির সংক্রমণ ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশই লকডাউন করে দেওয়া হয়েছে। লকডাউন অমান্য করে ঘর থেকে বের হলে কোথায় কোথাও যেমন জেল-জরিমানা করা হচ্ছে তেমনি কোথাও কোথাও পিটুনিও দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে লকডাউনের বিষয়ে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিলিপাইন।
লকডাউনের নির্দেশ না মানলে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
বুধবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ নির্দেশ দেন।
প্রেসিডেন্ট দুতার্তে বলেন, "এটি সবার জন্য একটি সতর্কবার্তা। সবাই সহযোগিতা করুন এবং হোম কোয়ারেন্টিনের সরকারি নির্দেশ মেনে চলুন।"
দিনে দিনে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, "আমি আবারও সবাইকে পরিস্থিতির গুরুত্ব বোঝানোর চেষ্টা করছি এবং সবাইকে এটা মেনে চলতে হবে। পুলিশ এবং মিলিটারিকে বলছি, তারা যদি কোনো সমস্যা করে এবং এমন কিছু করে যাতে আপনাদের জীবন হুমকিতে পরবে তাহলে তাদের গুলি করে হত্যা করুন।"
আল জাজিরার ল এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পর্যন্ত ফিলিপাইনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩১১ জন, যার বেশিরভাগই লুজান দ্বীপে। আক্রান্তদের মধ্যে অন্তত ৯৬ জন মারা গেছেন।
যে কারণে লুজানে মাসব্যাপী লকডাউন ঘোষণা করেছে সরকার। কিন্তু অনেকেই লকডাউন না মেনে রাস্তায় বের হচ্ছেন। জনসমাগম করছেন। সামাজিক দূরত্ব সেভাবে বজায় রাখছেন না।
তাই প্রেসিডেন্ট রদ্রিগো দেশটির পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যারাই বাড়ির বাইরে বের হয়ে সমস্যা সৃষ্টি করবে, তাদের যেন দেখামাত্রই গুলি করা হয়।
রাষ্ট্রপতির এমন ঘোষণার পর এমনেস্টি ইন্টারন্যাশনাল ফিলিপাইন এক বিবৃতিতে বলেছে, 'এটি গভীর উদ্বেগজনক যে রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তে গুলি করে হত্যার নীতি বাড়িয়েছে। কোভিড-১৯ এর মতো মহামারি মোকাবেলায় অনিয়ন্ত্রিত বাহিনী মোতায়েন কখনই সঠিক পদ্ধতি না।'
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ফিলিপাইনে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৩৩ জন এবং মারা গেছেন ১০৭ জন।