লাদাখ বিরোধেও আগ বাড়িয়ে মধ্যস্ততাকারী হতে চান ট্রাম্প
আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ প্রচুর। তাই হয়তো বিবাদমান দুই পক্ষ না চাইলেও তিনি উপযাচক হয়ে ওঠেন। করতে চান মধ্যস্ততা। এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ কাশ্মীর ইস্যু নিয়ে মধ্যস্ততার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এবার সেই আগ্রহ দেখাচ্ছেন চীন-ভারতের লাদাখ সীমানা বিরোধ নিস্পত্তিতে।
দিন তিনেক আগে বলেছিলেন, ভারত-চীনের মধ্যস্থতায় আগ্রহী নয় ওয়াশিংটন। এরপর শনিবার আবার ওকলাহোমায় নিজের নির্বাচনী প্রচারণায় বের হওয়ার আগে হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের বললেন, ''খুব কঠিন সময় চলছে। মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে দু'পক্ষ। ভারতের সঙ্গে কথা হয়েছে। চীনের সঙ্গেও বলছি। দেখছি কী করা যায়! আমরা ওদের সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত।'' খবর আনন্দবাজারের।
এসব কথায় ইঙ্গিত স্পষ্ট, ভারত-চীনের মধ্যে মধ্যস্থতায় আগ্রহী হচ্ছেন ট্রাম্প। সেই চীন, নভেম্বরের ভোটে জিততে তিনি যে দেশের প্রেসিডেন্টের সাহায্য চেয়েছেন বলে সম্প্রতি ফাঁস করে দিয়েছেন ট্রাম্পেরই প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। আগ বাড়িয়ে ট্রাম্পের এই প্রস্তাব চীনও চাইছে কি না, তা স্পষ্ট নয়। ভারত এখনও তার ঘোষিত অবস্থানেই রয়েছে। যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অবাঞ্ছিত। কোনও দেশের সঙ্গে সত্যিই তেমন সঙ্কট তৈরি হলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলতেই আগ্রহী নয়াদিল্লি।