শীত ঘনিয়ে আসায় ইউরোপে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ
শীত ঘনিয়ে আসতেই ইউরোপের বিভিন্ন দেশে রেকর্ড হারে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। নতুন এ ওয়েভকে 'গুরুতর উদ্বেগ' হিসেবে অভিহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশেষত পশ্চিম ইউরোপের দেশগুলোয় কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বড়দিনের ছুটির আগেই চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কীভাবে আরও বেশি মানুষকে টিকাদানের আওতায় আনা যায় তা নিয়ে চলছে নানা আলোচনা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক প্রধান হানস ক্লুগ বলেন, "ইউরোপের ৫৩টি দেশে সংক্রমণের চলতি অবস্থা ভয়াবহ উদ্বেগজনক।
অধিক সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এ সংক্রমণ আরও বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।
শীতের সময় যখন বাসা-বাড়িতে মানুষের জমায়েত বেড়ে যায়, ভাইরাসটি আরও অধিক হারে সংক্রমিত হয়।
সংক্রমণ ঠেকাতে ইউরোপ যদি বর্তমান পন্থাই অনুসরণ করে, তাহলে সামনের বছরের ফেব্রুয়ারি নাগাদ এ অঞ্চলে আরও পাঁচ লাখ কোভিডজনিত মৃত্যু হতে পারে বলে সতর্ক করেন ক্লুগ।
"কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পেলে তখন ব্যবস্থা না নিয়ে, সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার আগেই আক্রান্ত হওয়া ঠেকাতে ব্যবস্থা নিতে হবে", বলেন তিনি।
ইউরোপে গত এক সপ্তাহে কোভিড শনাক্তের হার বেড়েছে ৬ শতাংশ। এর আগের সপ্তাহের তুলনায় নতুন করে কোভিড শনাক্তের সংখ্যা বেড়েছে ১৮ লাখ। একই সময়ে মৃত্যুহার বেড়েছে ১২ শতাংশ।
ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে সম্প্রতিই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৩,৯৪৯ জন শনাক্ত হয়েছে। গত বছর মহামারি শুরুর পর থেকে দেশটিতে এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। রাশিয়া ও ইউক্রেনেও শনাক্তের সংখ্যা বাড়ছে।
অস্ট্রিয়ায়ও দৈনিক শনাক্তের সংখ্যা আগের বছরের সর্বোচ্চ শনাক্তের সংখ্যার কাছাকাছি চলে এসেছে, ফলে অচিরেই টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য লকডাউন জারি হতে পারে।
ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শনাক্তের সংখ্যা বাড়ায় ও শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় গত অক্টোবরে দেশটিতে কোভিড প্রাদুর্ভাবের মাত্রা সবচেয়ে বেশি ছিল বলে জানায় ইম্পেরিয়াল কলেজ লন্ডন।
স্লোভাকিয়ায় দৈনিক সর্বোচ্চ ৬,৭১৩ জন শনাক্ত হয়েছে। হাঙ্গেরিতে দৈনিক নতুন শনাক্তের সংখ্যা গত সপ্তাহের থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে ৬,২৬৮-এ দাঁড়িয়েছে। পূর্ব ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ পোল্যান্ডে বৃহস্পতিবার দৈনিক শনাক্তের সংখ্যা ছিল ১৫,৫১৫। গত এপ্রিলের পর এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
বৃহস্পতিবার ক্রোয়েশিয়া এবং স্লোভেনিয়া দুটি দেশেই রেকর্ড সংখ্যক দৈনিক সংক্রমণের খবর মিলেছে।
অলিম্পিকের আগে সতর্ক চীন
অন্য দেশ থেকে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে বন্দরগুলোতে উচ্চ সতর্কতা জারি করেছে চীন। বেইজিং শীতকালীন অলিম্পিকের ১০০ দিনেরও কম সময় বাকি আছে এই সময় সংক্রমণ বাড়তে থাকায় বিভিন্ন বিধি-নিষেধ জারি করেছে দেশটি।
আগামী সপ্তাহে চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের বড় সম্মেলনের আগে রাজধানীতে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অক্টোবরের মাঝামাঝি সময় থেকে স্থানীয়ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ায় উপসর্গসহ কোভিড শনাক্তের সংখ্যা ৭০০'র বেশি। অন্যান্য দেশের তুলনায় এ সংখ্যা অনেক কম হলেও বেইজিংয়ের 'জিরো-টলারেন্স' নীতির কারণে আরও বেশি কঠোর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
মধ্য ইউরোপে মুদ্রাস্ফীতি, জ্বালানির দাম বৃদ্ধি ও কোভিড-১৯ উদ্ভূত ঝুঁকির কারণে ২০২১ সালের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৭-৭.৫ শতাংশ থেকে কমিয়ে ৬.৮ শতাংশ নির্ধারণ করেছে হাঙ্গেরি। এরফলে দেশটিতে নতুন করে কোভিড বিধি-নিষেধ আরোপ করা হতে পারে।
স্লোভাকিয়ার অর্থ মন্ত্রণালয় গত সেপ্টেম্বরে ২০২১ এবং ২০২২ এর প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে আনার ঘোষণা দিয়ে জানায়, কোভিড-১৯ এর একটি নতুন ওয়েভের কারণে চলতি বছরের শেষদিকে ভোক্তা চাহিদা এবং শ্রম বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। যদিও এ প্রভাব গত বছরের মতো ভয়াবহ হবে না বলে উল্লেখ করা হয়। অন্যদিকে, পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে।
নতুন বিধি-নিষেধ
অতি দ্রুত জনগণকে ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছে হাঙ্গেরি। গত সপ্তাহে সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য টিকাদান বাধ্যতামূলক করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো চাইলে টিকাদান বাধ্যতামূলক করতে পারে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
রোমানিয়া, চেজ রিপাবলিক, স্লোভাকিয়া ও পোল্যান্ড মাস্ক পরার নিয়ম কঠোর করে অন্যান্য বিধি-নিষেধ আরোপ করেছে।
রেস্টুরেন্টে প্রবেশের জন্য টিকার সনদ বা কোভিড টেস্টের নেগেটিভ সনদ দেখানোর নিয়ম জারি করেছে চেজ রিপাবলিক। মাস্ক পরার নিয়মও কঠোর করা হয়েছে, সেইসঙ্গে সংক্রমণের হার বেশি এমন এলাকার শিশুদের কোভিড টেস্ট করা হচ্ছে।
পোল্যান্ডে জনপরিসরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ৭৫ শতাংশ ধারণ ক্ষমতা নিয়ে সিনেমা, থিয়েটার ও হোটেল চালু থাকবে। হাঙ্গেরিতে কী বিধি-নিষেধ জারি করা হতে তা নিয়ে কোনো মন্তব্য করেনি দেশটির সরকার।
- সূত্র: রয়টার্স