সংসদে থাই রাজতন্ত্রের জন্য বরাদ্দকৃত বাজেট কমানোর প্রস্তাব
আগামী অর্থবছরে রাজপরিবারের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ কমানোর দাবি করেছেন থাইল্যান্ডের বিরোধীদলীয় আইন প্রণেতারা।
সংসদ অধিবেশনে রয়াল বাজেটের বিরোধিতা ছিল অপ্রত্যাশিত।
ধারণা করা হচ্ছে, গত বছর রাজতন্ত্রকে চ্যালেঞ্জ করে তরুণরা যে বিক্ষোভে নামেন, তারই প্রতিক্রিয়াস্বরূপ সংসদের নিম্নকক্ষে এই বিতর্কের সূত্রপাত ঘটেছে।
তবে নিম্নকক্ষে এই প্রস্তাব আলোর মুখ না দেখলেও বাজেট এখন পর্যন্ত খসড়া পর্যায়েই আছে। আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরের বাজেট পাশ হওয়ার জন্য সিনেটের পাশাপাশি রাজ অনুমোদনেরও প্রয়োজন হবে!
থাই রাজতন্ত্রের জন্য আগামী বছর ২৬২ মিলিয়ন মার্কিন ডলার বা ২২ হাজার কোটি টাকা অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হলেও বিরোধীদলীয় সংসদ সদস্যরা অর্থ বরাদ্দ কমানোর দাবি জানান।
বাজেটের বিরোধিতা নিয়ে এখন পর্যন্ত রাজ পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সরকারদলীয় আইনপ্রণেতারাও বিরোধী দলের এই প্রস্তাবনার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
গত বছরের তুলনায় এবার রাজ সংস্থাগুলোর বাজেট এমনিতেই ২.৪ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।
২০১৭ সালে রাজা মহা ভাজিরালংকর্ন উত্তরাধিকার সূত্রে ক্ষমতায় আসার পর রাজতন্ত্র সম্পর্কিত সকল সংস্থা একীভূত করা হয়। এরপর এই প্রথমবারের মতো রয়াল বাজেট কমানো হল।
বিরোধী দল মুভ ফরওয়ার্ড পার্টির আইনপ্রণেতাদের মতে, বরাদ্দকৃত বাজেটের স্বচ্ছতা নেই। আর তাই সংস্থাগুলো একীভূত করার আগের অবস্থা অনুযায়ী বাজেট ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমানো দরকার।
কোভিড-১৯ এর কারণে অন্য খাতে এই বাজেট কাজে লাগানোর প্রয়োজন পড়তে পারে বলেও জানান তারা।
মুভ ফরোয়ার্ড পার্টির আইনপ্রণেতা বেচা সায়েংছানত্রা শনিবার সংসদে বলেন, "রাজ সংস্থাগুলো বাজেট ব্যাখ্যার জন্য কোনো প্রতিনিধি পাঠায়নি। মাত্র সাত পৃষ্ঠার ডকুমেন্ট থেকে কিছু পরিষ্কার হয় না।"
এর আগে বাজেট ব্যুরো ব্যাখ্যা দেয় যে রয়াল এজেন্সিগুলোর জন্য বরাদ্দকৃত অর্থের ৯২ শতাংশই ১৪ হাজার ২৭৫ কর্মীর বেতন-ভাতা হিসেবে ব্যবহৃত হয়।
বিরোধী দলীয় সদস্যরা রাজতন্ত্র সংক্রান্ত অন্যান্য মন্ত্রণালয়ে বরাদ্দ অর্থ নিয়েও প্রশ্ন তুলেন।
সূত্র: রয়টার্স