সব দেশে ভ্যাকসিন রপ্তানির অনুমোদন আছে : সেরামের সিইও
সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া'র (এসআইআই) প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালা জানিয়েছেন, সব দেশে কোভিড-১৯ ভ্যাকসিন রপ্তানির অনুমদন আছে সেরামের।
তবে ঠিক কবে থেকে সেরাম ভ্যাকসিন রপ্তানি করতে পারবে এব্যাপারে কিছু জানাননি তিনি।
এসোসিয়েটেড প্রেসকে (এপি) দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, প্রথম দুই মাস দেশের প্রয়োজন মেটাতে রপ্তানি নিষেধাজ্ঞার ভিত্তিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার জরুরি ব্যবহার অনুমোদন দেয়া হয় সেরামকে। তার এই বক্তব্যের দুদিন পরই আজ এক টুইটার বার্তায় এখবর জানালেন তিনি। টুইটার বার্তায় তিনি বলেন,
"জনপরিসরে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় আমি দুটি বিষয় স্পষ্ট ধারণা দিতে চাই; সকল দেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমোদন আছে, বর্তমানে সৃষ্ট যে কোনো ভুল ধারণা স্পষ্ট করতে ভারত বায়োটেকের সাথে যৌথ বিবৃতি দেয়া হবে।"
ভারতে কোভিড-১৯ টিকাদান শুরু হওয়ার পরি সেরামের মাধ্যমে ভ্যাকসিন পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। দুই বছরে দেশের ৮০ শতাংশ জনগোষ্ঠীকে টিকাদানের পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে।
তবে গত রোববার সেরামের সিইও নিষেধাজ্ঞার ব্যাপারে জানানোর পরই ভ্যাকসিন পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে।
কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে ত্রিপাক্ষীয় চুক্তি হয়েছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, বেক্সিমো ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে।