সহিংসতাপূর্ণ দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে আসতে অনুদান দিচ্ছে অস্ট্রেলিয়া
জনগণকে সহিংসতাপূর্ণ দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য এক মেয়াদী অনুদান দিতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সরকার।
মঙ্গলবার থেকে এ ধরনের সম্পর্কের ভুক্তভোগীরা পাঁচ হাজার অস্ট্রেলীয় ডলার (৩,৭০০ মার্কিন ডলার) অনুদান নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। সরাসরি নগদ অর্থ বা পড়ালেখার খরচ পরিশোধের মতো বিভিন্ন উপায়ে নেওয়া যাবে এ অনুদানের অর্থ।
নারী-পুরুষ উভয়ই এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তবে ধারণা করা হচ্ছে নারীদের থেকেই বেশি আবেদন জমা পড়বে। দেশটিতে গড়ে প্রতি নয় দিনে একজন নারী তার সঙ্গীর হাতে হত্যার শিকার হন।
দেশটির অনেক আইন বিশেষজ্ঞই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে অনেকে মনে করছেন এর মাধ্যমে অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতার মূল কারণই সামনে আসছে না।
ভিক্টোরিয়ান ওমেন'স ট্রাস্টের নির্বাহী পরিচালক ম্যারি ক্রুকসের মতে, পরিবারের প্রধান হিসেবে পুরুষ, এমনকি সরকারের বেশিরভাগ গুরূত্বপূর্ণ পদে পুরুষ থাকার এ সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন।
নারীরাই কেন পারিবারিক বাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন এ নিয়ে প্রশ্ন তোলাও জরুরি বলে মত তার।
"এখানে নৈতিকতা ও দেশের নীতি নির্ধারণের প্রশ্নও আছে। কেন নিজেই ভুক্তভোগী হওয়া সত্ত্বেও তাকেই নিজের শিশুসহ তড়িঘড়ি করে বাড়ি ছাড়তে হবে?"
সাম্প্রতিক বছরগুলোতে পারিবারিক সহিংসতা রোধে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে অস্ট্রেলীয় সরকার। কিন্তু তারপরও পারিবারিক সহিংসতার ঘটনার হার কমেনি।
সহিংসতা এড়াতে সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য দেওয়া এ পাঁচ হাজার অস্ট্রেলীয় ডলারের অনুদান দেশটির ১.১ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার মূল্যের ওমেন'স সেফটি প্যাকেজের আওতায় দেওয়া হবে।
সরকারের তথ্যমতে, বর্তমান বা প্রাক্তন সঙ্গীর শারীরীক ও যৌন নির্যাতনের শিকার নারীদের দুই-তৃতীয়াংশই জানিয়েছেন, মহামারির সময়ই নির্যাতন শুরু হয়েছিল বা আরও বেড়ে গিয়েছিল।
লকডাউনের কারণে অনেক নারীই তাদের সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে পারেননি। কোভিড-১৯ সংক্রান্ত বিধি-নিষেধ শিথিল হয়ে আসার পরও বাড়ি ভাড়ার দাম বেড়ে যাওয়ায় সহিংসতাপূর্ণ সম্পর্ক ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
দুই বছর মেয়াদী এ ট্রায়াল প্রোগ্রামের দায়িত্বে থাকা ইউনাইটিংকেয়ার অস্ট্রেলিয়া জানিয়েছে, মঙ্গলবার আবেদন নেওয়া শুরু হওয়ার আগে থেকেই সংস্থাটির কাছে আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে অসংখ্য কল ও মেসেজ আসছে।
২০১৭ সালে অস্ট্রেলিয়ান কাউন্সিল অব ট্রেড ইউনিয়ন জানিয়েছিল, আইনজীবীর খরচসহ নতুন বাড়িতে ওঠার পুরো প্রক্রিয়ায় গড়ে ১৮ হাজার অস্ট্রেলীয় ডলার খরচ হয়। ২০২১ সালে এসে এ খরচ আরও বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
- সূত্র: সিএনএন