সিউলের 'নিরুদ্দেশ' মেয়রের মৃতদেহ উদ্ধার
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের 'নিরুদ্দেশ' মেয়র পার্ক ওন-সুনকে খুঁজে পাওয়া গেছে; তবে জীবিত নয়। অনেক খোঁজাখুঁজির পর তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে, একটি কণ্ঠবার্তা রেখে তিনি 'স্বেচ্ছায়' নিরুদ্দেশ হয়েছেন বলে জানিয়েছিলেন তার মেয়ে।
তার সন্ধানে বৃহস্পতিবার ব্যাপক পরিসরে সার্চ অপারেশন শুরু করে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী।
পুলিশ কর্মকর্তারা বলছেন, সিউলের উত্তরাঞ্চল সুংবুক-দংয়ের একটি ছোট্ট পাহাড়কে ঘিরেই অনুসন্ধান চলেছে; কেননা, এখানেই শেষবার মেয়রের মোবাইল ফোনের সিগন্যাল পাওয়া গিয়েছিল।
বৃহস্পতিবার বিকেলে মেয়রের মেয়ে পুলিশকে ফোন করে জানান, চার-পাঁচ ঘণ্টা আগে একটি কণ্ঠবার্তা রেখে তার বাবা 'স্বেচ্ছায়' বাড়ি থেকে চলে যান।
ওই বার্তায় মেয়র কী বলে গেছেন, সে বিষয় পুলিশের কাছে খোলাসা করেননি তার মেয়ে। বরং বলেছেন, ফোনে বাবাকে না পেয়েই পুলিশে খবর দিয়েছেন; 'ব্যক্তিগত' বার্তা গণমাধ্যমে প্রকাশ করার 'অধিকার' তার নেই।
এরপর সিউল মেট্রোপলিটন পুলিশের ১৫০ কর্মকর্তার একটি দল একটি ড্রোন ও একটি পুলিশি কুকুর নিয়ে তন্ন তন্ন করে মেয়রের অনুসন্ধান করে।
এদিকে মেয়রের অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি কর্মস্থলে যাননি। অজ্ঞাত কারণে তার এদিনের সব কর্মসূচী আগেই বাতিল করেছেন।
দীর্ঘদিনের সুশীল সমাজ প্রতিনিধি ও মানবাধিকার আইনজীবী পার্ক ২০১১ সালে সিউলের মেয়র নির্বাচিত হন। গত বছরের জুনে মহানগরটির প্রথম মেয়র হিসেবে তৃতীয় মেয়াদে নির্বাচিত হন তিনি।
দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের উদারপন্থি 'ডেমোক্রেটিক পার্টি'র সদস্য পার্ককে আগামী ২০২২ সালের জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট পদের অন্যতম সম্ভাব্য প্রার্থী হিসেবে গণ্য করা হতো।
দেশে ক্রম বর্ধমান সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এবং ব্যবসায়ী ও রাজনীতিকদের মধ্যে দুর্নীতির বন্ধনের বিরুদ্ধে সব সময় সোচ্চার হিসেবে খ্যাতি ছিল তার।
- সূত্র: আল জাজিরা ও ইয়োনহাপ নিউজ