বিক্ষোভে অংশ নেওয়ায় ভারতের কবিকে কোটি রুপি জরিমানা
ভারতে নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় কবি ও কংগ্রেস নেতা ইমরান প্রতাপগড়িকে এক কোটি চার লাখ রুপি জরিমানা করেছে উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলা প্রশাসন।
তার বিরুদ্ধে মোরাদাবাদ শহরের ঈদগাহ প্রাঙ্গনে বিক্ষোভে উসকানিরও অভিযোগ আনা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, গত ৬ ফেব্রুয়ারি প্রতাপগড়ির বিরুদ্ধে একটি নোটিশ জারি করে মোরাদাবাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
এতে বলা হয়, “বিক্ষোভের জায়গায় এক কোম্পানি র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েনের পাশাপাশি দেড় কোম্পানি প্রভিন্সিয়াল আর্মড কনস্ট্যাবুলারি (পিএসি) নিয়োগ দেওয়া হয়েছে। ফলে নিরাপত্তার পেছনে দৈনিক ব্যয় হয়েছে প্রায় ১৩ লাখ ৪২ হাজার রুপি...।”
নোটিশ অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া বাবদ ইমরানের কাছ থেকে সর্বসাকুল্যে এক কোটি চার লাখ আট হাজার ৬৯৩ রুপি আদায় করা যেতে পারে।
গত ২৯ জানুয়ারি থেকে মোরাদাবাদের ঈদগাহ এলাকায় সিএএবিরোধী বিক্ষোভ চলছে। এতে অংশ নেন বিপুলসংখ্যক নারী।
মোরাদাবাদ জেলা ম্যাজিস্ট্রেট রাকেশ সিং শনিবার বলেন, ঈদগাহে বিক্ষোভস্থলে পুলিশ ও আধা-সামরিক বাহিনী নিয়োগের রোজকার খরচের ভিত্তিতে ইমরান প্রতাপগড়ির ওপর জরিমানা করা হয়েছে।
রাকেশ বলেন, কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের (সিআরপিসি) ১৪৪ ধারা অনুযায়ী, নিষেধাজ্ঞার আদেশ অমান্যকারী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “বিক্ষোভের জন্য প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। এ কারণে এটি (বিক্ষোভ) অবৈধ।”
এ বিষয়ে প্রতাপগড়ি বলেন, “সরকার বিক্ষোভকারীদের ভয় দেখাতে নতুন নতুন উপায় খুঁজে বের করার চেষ্টা করছে। তবে লড়াইটা অস্তিত্বের প্রশ্নে হওয়ায় এ ধরনের কৌশলে দমে যাওয়ার সুযোগ নেই আমাদের। ”