সীমান্ত বিরোধ নিরসনে বৈঠকে বসছেন ভারত ও চীনের শীর্ষ সামরিক নেতৃত্ব
পূর্ব লাদাখে ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘাতের মীমাংসা করতে আজ, শনিবার বৈঠকে বসতে চলেছেন দুই দেশের সেনা কর্মকর্তারা।
নিজ দেশের সেনাবাহিনী সূত্রে ভারতীয় বার্তা সংস্থা এএনআই'য়ের খবর, আজ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা (এলএসি) বরাবর চীনের অংশে অবস্থিত মলডো-তে এই আলোচনাসভা আয়োজিত হবে। খবর হিন্দুস্তান টাইমসের।
বৈঠকে ভারতের সেনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ১৪ কর্পস কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং এবং চীনের তরফে প্রতিনিধিত্ব করবেন পিপলস লিবারেশন আর্মির সাউথ শিনজিয়াং মিলিটারি রিজিয়ন-এর মেজর জেনারেল লিউ লিন।
গতকাল, শুক্রবার সাম্প্রতিক পরিস্থিতির আবহে ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়েছে। ভারতের হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করেন যুগ্ম সচিব (পূর্ব এশিয়া) নবীন শ্রীবাস্তব। চীনের হয়ে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল উ জিয়াংঝাও।
সরাসরি না উল্লেখ করলেও ভারতের কেন্দ্রীয় প্রশাসন জানিয়েছে, বর্তমান ঘটনাক্রম-সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকে কথা হয়েছে।
প্রায় এক মাস ধরে সীমান্তে গালওয়ান উপত্যকা ও প্যাংগং সো লেকের কাছে চার জায়গায় মুখোমুখি চীন ও ভারতের সেনাবাহিনী। কিছু চীনা সেনা যে ভারতীয় সীমান্তে প্রবেশ করেছে, সেটাও স্বীকার করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যদিও তিনি জানিয়েছেন যে চীনা নিয়ন্ত্রণ ঠেকাতে ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।