সৌদি সরকার আটকেপড়া প্রবাসীদের আবাসন ও ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণায় স্বস্তি
গত বুধবার বিভিন্ন দেশে আটকেপড়া প্রবাসীদের আবাসন অনুমোদন (রেসিডেন্সি পারমিট) এবং ভিসার মেয়াদ বাড়িয়ে দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিক এবং ভ্রমণকারীরা তাই এখন সৌদি সরকারের প্রশংসায় আপ্লুত।
এক ঘোষণায় করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞায় বিভিন্ন দেশে আটকেপড়া সৌদি প্রবাসীদের আবাসন অনুমোদন, বহির্গমন বা সৌদিতে ফেরার ভিসার বৈধতা এবং ভিজিট ভিসা মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হয়েছে।
সৌদি বাদশাহ সালমান বিল আবদুল আজিজ আল সৌদের সম্মতিতে সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট এটি নিশ্চিত করে।
সৌদির নাগরিক এবং কর্মরত প্রবাসী শ্রমিকদের নিরাপত্তার নিশ্চিতের পাশাপাশি মূলত সৌদি অর্থনীতিকে পুনরায় গতিশীল করার লক্ষ্যেই বিনামূল্যে এই ভিসা নবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মিশরীয় প্রবাসী আয়মান হাসান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে 'মানবিক' হিসেবে অভিহিত করেন।
আরব নিউজকে তিনি বলেন, "আমার এক নিকটাত্মীয় ফেব্রুয়ারিতে মিশরে যান এবং বিমানের স্থগিতাদেশের কারণে সেখানেই আটকা পড়েন। এখন এই সিদ্ধান্ত তার এবং বিদেশে আটকে থাকা অন্যদের জন্য স্বস্তি বয়ে নিয়ে এসেছে"।
হাসান আরও বলেন, সৌদি সরকার কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণ করতে এবং প্রত্যেককে বিনামূল্যে চিকিৎসা সেবা ও টিকা সরবরাহ করার মতো সময়োপযোগী পদক্ষেপও গ্রহণ করেছে।
ভারতে আটকে থাকা আরেকজন প্রবাসী সরফরাজ আহমেদ বলেন, "আমি পরিবারের সাথে সময় কাটানোর জন্য ছুটিতে ভারতে আসি তবে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশে আটকা পড়ে যাই"।
পাকিস্তানি প্রবাসী আমব্রিন ফয়েয জানান, "আবাসনের অনুমোদন, বহির্গমন অথবা সৌদিতে ফেরার ভিসা এবং ভিজিট ভিসার মেয়াদ বৃদ্ধি করার মাধ্যমে সৌদি সরকার প্রমাণ করেছে যে এটি সত্যিই মানবতার রাজ্য"।
এদিকে, জেদ্দায় কর্মরত লেবাননের নির্মাণশ্রমিক রাফাত আউন জানান, তার একজন সহকর্মী গত তিন মাস ধরে বৈরুতে আটকে আছেন কিন্তু দুই দেশের মধ্যে বিমান নিষেধাজ্ঞার কারণে ভ্রমণ করতে পারছেন না।
- সূত্র- আরব নিউজ