স্টিয়ারিং, ব্রেক ছাড়াই চলে গাড়ি
প্রচলিত সব ব্যবস্থাকে ভেঙেচুরে সম্পূর্ণ নতুন ধরনের স্বয়ংক্রিয় গাড়ি বাজারে এনেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান জেনারেল মোটর্স (জিএম) ও জাপানি প্রতিষ্ঠান হোন্ডা মোটর কোম্পানি।
প্রতিষ্ঠান দু'টি 'দ্য ওরিজিন' নামে ছয় সিটের একটি গাড়ি উন্মুক্ত করেছে যেটির কোনো স্টিয়ারিং, ব্রেক বা অ্যাক্সেলেটর প্যাডেল নেই।
সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, স্বচালিত এ গাড়ির সামনে উইন্ডশিল্ড ওয়াইপারও নেই। এর দরজাও প্রচলিত গাড়িগুলোর মতো নয়।
গাড়ির দরজা খুলবে স্লাইডের মতো করে। এ ছাড়া বিভিন্ন গাড়ির মতো সামনের বা পেছনের দিকও নেই এটির।
অরিজিন নামের গাড়িটি কেনা যাবে না। তবে জিএমের মালিকানাধীন স্বয়ংক্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ক্রুজ অটোমেশনের রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে গাড়িতে চড়তে পারবে লোকজন। ক্রুজে বিনিয়োগ আছে হোন্ডারও।
অ্যাপে গন্তব্য ঠিক করলে রাইড শেয়ারিং সেবা দেওয়া অন্য কোম্পানির গাড়িগুলোর মতো অরিজিনও চলে যাবে যাত্রীদের কাছে।
গাড়ি আসার পর যাত্রীরা ভেতরে ঢুকতে কিপ্যাডে একটি কোড দেবে। গাড়িতে প্রবেশের পর তারা নির্দিষ্ট বাটন চেপে যাত্রা শুরু ও শেষ করবে।
কোনো যাত্রীর প্রবেশ ও বাইরে যাওয়া নির্ধারণে সেন্সর আছে অরিজিনের।
ক্রুজ অটোমেশনের নির্বাহীরা বলেন, প্রচলিত গাড়িগুলোর বিভিন্ন ফিচার বাদ দিলে যাত্রীদের জন্য জায়গা বাড়ে। অরিজিনের স্লাইড দরজা প্রচলিত যানবাহনের দরজার চেয়ে অনেক চওড়া।
এ দরজা দিয়ে একসঙ্গে দু'জন মানুষের একজন ঢুকতে ও আরেকজন বের হতে পারবে।
গাড়িটিকে শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে চলার উপযোগী করে তৈরি করা হয়েছে।