বিমানের হাইড্রোলিক বিকল, অল্পের জন্য রক্ষা পেলেন ১৭৫ যাত্রী
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটের এয়ার ক্রাফটের ব্রেকে হাইড্রোলিক ত্রুটি দেখা দেওয়ায় বিশেষ ব্যবস্থায় জরুরি অবতরণের ঘটনা ঘটেছে।
এতে অল্পের জন্য রক্ষা উড়জাহাজে থাকা ১৭৫ যাত্রী ও ক্রু রক্ষা পেয়েছেন।
শুক্রবার (১০ মে) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।
বিমান বন্দরের সংশ্লিষ্টরা জানান, ফ্লাইটটি অবতরণের সময় হাইড্রোলিক প্রেসার সম্পর্কিত কিছু ত্রুটি ধরা পড়ে। এরপরও বিমানটি স্বাভাবিকভাবে অবতরণ করে। তবে রানওয়ের মাঝপথে ১২ মিনিট আটকে থাকে। পরে রানওয়ে থেকে টেনে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়। পরে ত্রুটির বিষয়টি খতিয়ে দেখা হয়।
শাহ আমানতের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তানভির আহমেদ বলেন, সকালে আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার ক্রাফটির ব্রেকে হাইড্রোলিক সমস্যা দেখা দেয়। ফলে স্বাভাবিক অবতরণ অনিশ্চিত হয়ে পড়ে। পরে বিকল্প ব্যবস্থায় ১২ মিনিটের মধ্যে ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ১৬৮ যাত্রী আর ৭ জন ক্রু। পরে টো-ট্রাক্টর দিয়ে এয়ার ক্রাফটটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়।