স্যামুয়েল লিটল: আমেরিকার 'সবচেয়ে বেশি খুন করা' সিরিয়াল কিলারের মৃত্যু
মার্কিন গোয়েন্দা সংস্থা- এফবিআই এর দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি খুন করা সিরিয়াল কিলার স্যামুয়েল লিটল ৮০ বছর বয়সে মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট অফ কারেকশনস এন্ড রিহ্যাবিলিটেশন জানিয়েছে, বুধবার ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে লিটলের মৃত্যু হয়।
তিন নারীকে খুনের দায়ে মৃত্যুর আগ পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ডে ছিলেন তিনি৷ মৃত্যুর সময় তিনি স্বীকার করেছেন, ১৯৭০ সাল থেকে ২০০৫ সালের মধ্যে ৯৩ জন নারীকে খুন করেছিলেন তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, লিটল মূলত যৌন কর্মী এবং মাদকসেবী দুর্বল নারীদের তার লক্ষ্যে পরিণত করতো এবং হত্যা করতো।
লিটল ছিলেন একজন পেশাদার বক্সার। ভুক্তভোগীদের তিনি শুরুতেই ঘুষি দিয়ে মাটিতে ফেলে দিতেন৷ ফলে অধিকাংশ সময়ই মৃতদেহগুলোতে কোনো ছুরি কিংবা বুলেটের চিহ্ন থাকতো না।