সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মহানবী (স.)-এর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট লার্স ভিকস
বিতর্কিত সুইডিশ শিল্পী লার্স ভিকস রোববার (৩ অক্টোবর) গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
সুইডিশ ব্রডকাস্টার এসভিটিকে পুলিশ জানায়, তাদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। সেই ট্রাকের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০০৭ সালের আগে, ভিকস ছিলেন একজন স্বল্প-পরিচিত চিত্রশিল্পী, ভাস্কর এবং শিল্প তত্ত্ববিদ। সে বছর, একটি প্রদর্শনীতে প্রকাশের জন্য তিনি মোহাম্মদ (সা.)-এর তিনটি ব্যঙ্গচিত্র এঁকেছিলেন। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই কারণে কার্টুনগুলো প্রদর্শনীতে নিতে অস্বীকৃতি জানায় আয়োজকরা।
কার্টুন প্রদর্শনীর আয়োজকদের প্রত্যখ্যানের বিষয়টি নিয়ে সুইডেনে তখন বাকস্বাধীনতার হস্তক্ষেপ বিতর্কের সূত্রপাত ঘটে।
ব্যঙ্গচিত্র আঁকার ঘটনার পর ২০১০ সাল থেকে ক্রমাগত সুইডিশ পুলিশের সুরক্ষার অধীনে থাকা ভিকস অসংখ্যবার মৃত্যুর হুমকি পেয়েছেন। ২০১৪ সালের শুরুর দিকে তাকে হত্যার ষড়যন্ত্রের জন্য এক আমেরিকান নারীকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। নিজেকে জিহাদ জেন বলে অভিহিত করেছিলেন সে নারী।
পরবর্তীতে, ২০১৫ সালে কোপেনহেগেনের একটি ক্যাফেতে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক একটি অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে সেখানে গিয়েছিলেন তিনি। সে ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হন।
- সূত্র: রয়টার্স