হুয়াওয়েকে ফাইভ-জি নেটওয়ার্ক দিচ্ছে না বরিস জনসন
চীনা মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি হুয়াওয়েকে যুক্তরাজ্যের ফাইভ-জি নেটওয়ার্ক না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। পর্যায়ক্রমে ২০২৩ সালের মধ্যে দেশটিতে চীনের প্রযুক্তি পণ্যের সম্পৃক্ততা শূন্যে নিয়ে আনা হবে।
বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেল।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কের টানা-পোড়েনের জেরে লন্ডনকে এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে ওয়াসিংটন ডিসি। এরই মধ্যে চীনের উপর থেকে চিকিৎসা সরঞ্জামসহ সব ধরনের নির্ভরশীলতা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।
করোনাভাইরাসের উৎপত্তির কারণে সৃষ্ট রাজনৈতিক জটিলতায় সারা বিশ্বেই খানিক কোনঠাসা হয়ে পড়েছে চীন।
এবছরের জানুয়ারিতে হুয়াওয়েকে ফাইভ-জি ব্যবহারের অনুমতি দেয় ব্রিটেন। এর মধ্যেই এই সিদ্ধান্ত পাল্টে নিল বরিস জনসন।
তবে, সেটি বন্ধের সিদ্ধান্তের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।