মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল ইতালি
করোনায় একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ মারা যাওয়ার দিক থেকে গত বুধবার নতুন রেকর্ড হয়েছিল ইতালিতে। সেদিন মারা যান ৪৭৫ জন- এরপর গত বৃহস্পতিবার সেই সংখ্যা কিছুটা কমে ৪২৭ জনে নেমে আসে।
দেশটিতে সর্বশেষ মৃতের আনুষ্ঠানিক সংখ্যা এখন ৩ হাজার ৪০৫ জন, যা চীনকেও ছাড়িয়ে গেল।
করোনা গোত্রের নতুন কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী নানা দেশের সরকার যখন ব্যস্ত; ঠিক তার মাঝেই ইতালিতে বড় সংখ্যায় প্রাণহানি ঘটছে। খবর দ্য গার্ডিয়ান ও রয়টার্সের।
দেশটিতে আক্রান্ত মানুষের সংখ্যা এখন ৪১ হাজার জন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইউরোপের অপর দেশ স্পেন উভয়স্থানেই ১৫ হাজার জন করে আক্রান্ত হয়েছেন।
অবস্থার অবনতির কারণে স্পেনে কর্তৃপক্ষ নতুন করে মৃত্যুসংখ্যা কমানোয় বিশেষ কিছু ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার নাগাদ দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশটিতে মোট ৭৬৭ জনের প্রাণহানি ঘটে। অর্থাৎ আগের দিন বুধবারের তুলনায় মৃতের সংখ্যা ২০৯ জন বাড়ে।
স্বস্তিতে নেই বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি যুক্তরাষ্ট্রও। সেখানে সংক্রমণ শনাক্ত করা গেছে এমন রোগীর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে, মারা গেছেন ১৯৫ জন।