৯/১১ হামলার বর্ষপূর্তিতে সামনে এলেন 'মৃত' আল-কায়েদা প্রধান
৯/১১ হামলার ২০তম বর্ষপূর্তিতে সামনে আসলেন 'মৃত' আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি। লাদেনের মৃত্যুর পর মিশরে জন্ম নেওয়া এই জঙ্গি নেতাই আল-কায়েদার নেতৃত্বে ছিলেন।
ধারণা করা হয়েছিল আয়মান মৃত। তবে সদ্য প্রকাশ পাওয়া আল-কায়েদার একটি ভিডিওতে তাকে দেখা যায়। ভিডিওতে আফগানিস্তান থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের বিষয় উল্লেখ করে আয়মান। ফলে, ভিডিওটি যে পুরোনো নয় তা আরও পরিষ্কারভাবে বোঝা যায়।
গত নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, আল-কায়েদার প্রধান পদে থাকা আল-জাওয়াহিরি মারা গিয়েছেন। তবে সদ্য প্রকাশিত এই এক ঘণ্টার ভিডিও সামনে আসায় ফের অস্বস্তিতে পড়েছে ওয়াশিংটন।
এর আগে, ঠিক একবছর পূর্বে ৯/১১ হামলার ১৯তম বর্ষপূর্তিতে ভিডিও প্রকাশ করেছিলেন আল-জওয়াহিরি।
এদিকে চলতি বছরের জুলাইয়ে জাতিসংঘের এক প্রতিবেদনে আল-জাওয়াহিরি জীবিত দাবি করা হয়। বর্তমানে সে আফগান-পাক সীমান্তের কাছে কোথাও রয়েছেন বলেও জানানো হয়। শুধু আল-জওয়াহারি নয়, আল-কায়েদা শীর্ষ নেতৃত্বের অনেকেই আফগান-পাক সীমান্তে থাকে বলে দাবি করা হয়েছিল সেই প্রতিবেদনে।
মিশরে জন্ম নেওয়া আয়মান আল-জাওয়াহিরি লাদেনের মৃত্যুর পর আল-কায়দার প্রধান হয়।
এদিকে আল-জাওয়াহিরি মৃতও হয়ে থাকতে পারেন বলে ধারণা বিশ্লেষকদের। কারণ ভিডিওতে তালেবানের জয়ের কথা উল্লেখ করা নেই।
তবে গতবছর নভেম্বরে যে সে মারা যায়নি, তা একপ্রকাশ স্পষ্ট। এদিকে গোয়েন্দারাও আল-জাওয়াহারির মৃত্য সংক্রান্ত কোনও পোক্ত প্রমাণ পেশ করতে পারেনি। জাওয়াহিরি স্বাভাবিকভাবেও মৃত্যুবরণ করে থাকতে পারেন।