‘আগুন নিয়ে খেলবেন না’: তাইওয়ান ইস্যুতে বাইডেনকে বললেন শি জিনপিং
আজ মঙ্গলবার এক ভার্চুয়াল শীর্ষ বৈঠকে গণচীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার মার্কিন সমকক্ষ জো বাইডেনকে বলেছেন, তাইওয়ানের স্বাধীনতাকে উৎসাহিত করলে সেটা "আগুন নিয়ে খেলা" হবে।
জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের অভিষেক হওয়ার পর এটিই দুই পক্ষের মধ্যে হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।
উত্তেজনার মধ্যে শুরু হওয়া এই বৈঠকে পরিস্থিতি হালকা করতে দুই রাষ্ট্রপ্রধানই নিজেদের ব্যক্তিগত সম্পর্কের ওপর জোর দেন।
তবে স্ব-শাসিত তাইওয়ানের প্রসঙ্গ এড়িয়ে যেতে পারেননি তারা।
চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে। তারা বিশ্বাস করে, এটি একদিন চীনের মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় একত্রিত হবে।
তবে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র চীনকেই স্বীকৃতি দেয় এবং চীনের সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। একইসঙ্গে, বাহ্যিক আক্রমণের ক্ষেত্রে তাইওয়ানকে আত্মরক্ষায় সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি।
চীনের সরকার-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস বলেছে, শি জিনপিং সাম্প্রতিক উত্তেজনার পিছনে তাইওয়ান কর্তৃপক্ষের স্বাধীনতা এজেন্ডার জন্য মার্কিনীদের সমর্থন ও চীনকে নিয়ন্ত্রণে রাখতে তাইওয়ানকে ব্যবহার করার অভিপ্রায়কে দায়ী করেছেন।
গ্লোবাল টাইমসের মতে জিনপিং বলেন, "এরকম পদক্ষেপ খুবই বিপজ্জনক। অনেকটা আগুন নিয়ে খেলার মতোই। যে আগুন নিয়ে খেলবে, সে-ই পুড়ে যাবে।"
এদিকে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, বাইডেন "তাইওয়ানের স্থিতাবস্থা বদলাতে বা সেখানকার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে কোনো একতরফা প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেন"।
তাইওয়ানকে নিয়ে এরকম কড়া কথা চললেও এদিন বৈঠক শুরু হয় উভয় নেতার উষ্ণ অভিবাদনের মাধ্যমে। বৈঠকের শুরুতেই জিনপিং বলেন, তিনি তার "পুরনো বন্ধু" বাইডেনকে দেখে খুশি হয়েছেন।
বাইডেন বলেন, তারা দুজন সবসময় "একে অপরের সঙ্গে খুবই সৎভাবে ও অকপটে যোগাযোগ করেছেন।"
জিনপিং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশের মধ্যকার "যোগাযোগ" উন্নত করার উপর জোর দেন।