‘আমি বলছি, অমিত শাহ, আপনি পদত্যাগ করুন’
ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোট–চতুর্থীতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়েছে স্থানীয় রাজনীতির মাঠ।
এ নিয়ে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে 'ষড়যন্ত্রকারী' বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বনগাঁ দক্ষিণের নির্বাচনী সভা থেকে অমিত শাহ'র পদত্যাগ দাবি করেন তিনি।
তিনি বলেন, "কোচবিহারে আমাদের চার ভাইকে গুলি করে মেরে ফেলেছে দিল্লির পুলিশ। সকালেও একজনের মৃত্যু হয়েছে। আর এই গোটা ঘটনার পেছনে মূল ষড়যন্ত্রকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির লজ্জা হওয়া উচিত, গলায় দড়ি দেওয়া উচিত। আমি বলছি, অমিত শাহ, আপনি পদত্যাগ করুন।"
ধাপে ধাপে হওয়া রাজ্যটির ভোট গ্রহণের চতুর্থ ধাপে এসে সংঘাত বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় বাহিনীকেই কাঠগড়ায় তোলেন মমতা।
তিনি জানান, আগামী রবিবারই তিনি কোচবিহার যাচ্ছেন। এমনকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও করেন তিনি। কালো ব্যাজ পরে 'ধিক্কার মিছিল' করার নির্দেশ দেন তিনি।
শনিবার কোচবিহারের শীতলকুচি বিধানসভার জোড়পাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের। আহত আরও চারজন।