‘ভ্যাকসিনের বুস্টার শট লাগবে কিনা তা বলার সময় আসেনি এখনো’
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/06/13/vaccines.jpg)
ইতোমধ্যে বেশ কিছু দেশের সরকার ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ন্ত্রণে কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার শট আনার পরিকল্পনা করছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন বিজ্ঞানী জানিয়েছেন, বুস্টার শটের প্রয়োজন হবে কিনা তা বলার সময় আসেনি এখনো।
শুক্রবার এক সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, "বুস্টার শট প্রয়োজন কিনা সে পরামর্শ দেওয়ার মতো প্রয়োজনীয় তথ্য এখনো আমাদের হাতে নেই। এব্যাপারে বিজ্ঞানের কাজ এখনো চলমান,"
"সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা বিশ্বের সবাই এখনো ভ্যাকসিনের প্রথম ডোজই পাননি, এমন সময় এ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় নয়,"
তিনি জানান, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য সতর্কতাস্বরূপ বুস্টার শট দেওয়া হলে সে তথ্য ও করণীয়ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় জানানো হবে।
ব্রিটেনে আসন্ন শীতে সংক্রমণ কমাতে শীতের আগেই বুস্টার শটের টিকাদান শুরুর কথা রয়েছে। ইংল্যান্ডে বুস্টার শটের কার্যকারিতা নিয়ে স্বেচ্ছাসেবীদের ওপর সাতটি ভিন্ন ভ্যাকসিনের পরীক্ষা চালানো হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার বেটা ভ্যারিয়েন্ট, ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টসহ অধিক সংক্রামক ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সংক্রমণ কমাতে আরও অধিক মাত্রার অ্যান্টিবডির প্রয়োজন হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পরিচালক ফ্রান্সিস কলিনস জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অনুমোদিত ভ্যাকসিনগুলো বেটা, ডেল্টা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'উদ্বেগজনক' হিসেবে অভিহিত অন্য আরও দুইটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভালো সুরক্ষা দেয়।
তিনি গত বৃহস্পতিবার জীববিজ্ঞানী লি হুডের সঙ্গে এক কনফারেন্সের সাক্ষাৎকারে বলেন, "কেউ বলছে না এখনি বুস্টার শটের প্রয়োজন আছে। তবে ভবিষ্যতে কখনো হয়তো বুস্টার শটের প্রয়োজন পড়তে পারে,"
চিল্ড্রেন হসপিটাল অব ফিলাডেলফিয়ার ভ্যাকসিন এডুকেশন সেন্টারের পরিচালক পল অফিট বলেন, ভ্যাকসিনের অন্তত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, আইসিইউতে ভর্তি ও মৃত্যুহার কমিয়ে আনার সক্ষমতা থাকতে হয়।
"এতোটুকু সুরক্ষা থাকলে হয়তো তিন থেকে পাঁচ বছর পরপর ভ্যাকসিনের প্রয়োজন পড়তে পারে," স্ট্যাট বায়োটেক আয়োজিত এক পডকাস্টে বলছিলেন তিনি।
- সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট