‘যে বাহিনী জঙ্গিদের ভয় পায় না সে আপনাকে কেন ভয় পাবে দিদি?’
ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন ঘিরে কোচবিহারের শীতলকুচিতে সিআরপিএফের ওপর হামলার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমনাত্মক ভাষায় বক্তব্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার শিলিগুড়িতে এক জনসভা থেকে তিনি বলেন, "১০ বছর ক্ষমতায় থাকার পর মানুষকে ভোট লুঠ করতে শেখাতে কেন হচ্ছে দিদি?"
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, "শনিবার চতুর্থ দফার ভোটগ্রহণে শীলতকুচির আমতলি কাজিপাড়ায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। তৃণমূলের দাবি, নিহতরা তাদের সদস্য। এই নিয়ে মুহূর্তে শুরু হয়ে যায় উত্তপ্ত রাজনৈতিক চর্চা। মৃত্যুর জন্য বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তোলেন মমতা। পালটা ঘটনার জন্য মমতাকেই দোষারোপ করেন মোদী।"
মোদী বলেন, "১০ বছর ক্ষমতায় থাকার পরও কেন ভোট লুঠ করতে শেখাতে হচ্ছে দিদি? কেন কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে শেখাতে হচ্ছে? যে বাহিনী জঙ্গিদের ভয় পায় না সে আপনাকে ভয় করে এটা আশা করেন কী করে?"
মোদী বলেন, মমতার প্ররোচনাতেই রক্তপাত হয়েছে শীতলকুচিতে।