ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার পৌনে ২০০ কোটি টাকা! গুনতে গুনতে হয়রান উদ্ধারকারীরা
ভারতের উত্তর প্রদেশের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে নগদ প্রায় পৌনে ২০০ কোটি টাকা উদ্ধার করেছে দেশটির আয়কর বিভাগ। নগদ টাকার পাশাপাশি টাকা গোনার বেশ কিছু স্বয়ংক্রিয় মেশিনও উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির।
পীযুষ জৈন নামে ওই ব্যবসায়ীর একাধিক প্রতিষ্ঠানে তল্লাশি চালায় আয়কর বিভাগ। কানপুরের আয়কর বিভাগ যে ছবি দিয়েছে, তাতে দেখা গেছে, কর্মকর্তারা মেঝেতের নোটের স্তূপের মধ্যে বসে মেশিনের সাহায্যে টাকা গুনছেন।
আরেকটি ছবিতে দেখা যায়, পীযুষের বাড়ির আলমারিতে থরে থরে সাজানো রয়েছে টাকার বান্ডিল। টাকার পাহাড় যেন। নোটগুলো রাখা হয়েছে ছোটছোট বাক্সে। হলুদ টেপ দিয়ে ওই বাক্সের মুখ বন্ধ করা।
কর ফাঁকি দেওয়ার অভিযোগেই পীযুষের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালায় আয়কর বিভাগ। এই ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া ইনভয়েস দিয়ে জিনিস পাঠানো, এবং ই-ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানোর অভিযোগ উঠেছিল। এছাড়াও ভুয়া সংস্থার নামেও ইনভয়েস তৈরি করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
আয়কর বিভাগ প্রথমে পীযুষের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকেই মেলে নগদ প্রায় পৌনে ২০০ কোটি টাকা।
উত্তরপ্রদেশে সুগন্ধি দ্রব্যের নির্মাতা হিসাবে বিখ্যাত পীযুষ জৈন। সম্প্রতি তিনি 'সমাজবাদী পারফিউম' নামে একটি পারফিউম বাজারে এনেছেন।
কানপুর ছাড়াও পীযুষ জৈনের মুম্বাইয়ের বাসভবনেও ব্যাপক তল্লাশি চালায় আয়কর বিভাগ। এই ব্যবসায়ী বর্তমানে কানপুরের বাসিন্দা হলেও, তার একটি কারখানা , হিমাগার ও পেট্রোল পাম্প আছে কনৌজে। সেখানেও চালানো হয় তল্লাশি।