কেবল সর্দি-জ্বর নয়, পেটের সমস্যাও হতে পারে ওমিক্রনের লক্ষণ
বিশ্বে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সামনে আসছে নতুন নতুন উপসর্গও।
চিকিৎসকদের মতে, ডেল্টা ভাইরাসের তুলনায় ওমিক্রন তুলনামূলক ভাবে কম সক্রিয়। ফলে সম্প্রতি ওমিক্রন আক্রান্তদের হালকা জ্বর, গলা ব্যথা, সর্দি, খুসখুসে কাশি ইত্যাদি মৃদু উপসর্গ দেখা দিচ্ছে।
তবে জ্বর না থাকলেও বমি বমি ভাব হওয়া বা পেট ব্যথায় ভুগে থাকলে সেগুলোকেও ওমিক্রন সংক্রমণের প্রভাব হিসেবে বিবেচনা করছেন অনেক বিশেষজ্ঞদের।
চিকিৎসকরা বলছেন, জ্বর-সর্দি-কাশি বা শ্বাসকষ্টের লক্ষণ ছাড়াও যদি হঠাৎই পেটের সমস্যা শুরু হয় সেক্ষেত্রে কোভিড পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।
যারা ইতোমধ্যে ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছেন তাদেরও এই সমস্য দেখা দিতে পারে।
ওমিক্রনের নতুন কতগুলো উপসর্গ হলো বমি বমি ভাব, পেটে ব্যথা, বমি হওয়া, ক্ষুধা কমে যাওয়া এবং ডায়রিয়া।
তবে চিকিৎসকরা বলছেন, যেহেতু আক্রান্তদের মধ্যে প্রায় অধিকাংশ রোগীরা দুটি করে টিকা নিয়েছেন, এই নতুন উপসর্গগুলো খুব একটা উদ্বেগজনক হয়ে উঠবে না।
বমি বমি ভাব বা পেট ব্যথার মতো লক্ষণ দেখা দিলে যেভাবে প্রতিরোধ করবেন:
- কম সিদ্ধ খাবার এড়িয়ে চলুন, খাবার ভাল করে রান্না করে তবেই খান
- রান্না বা খাওয়ার আগে ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন
- অন্যের প্লেট থেকে খাবার খাওয়া থেকে বিরত থাকুন
- ফল খাওয়ার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর ভাল করে ধুয়ে নিয়ে খান
- এই সময় বাইরের খাবার একেবারেই এড়িয়ে চলুন
সূত্র: আনন্দবাজার পত্রিকা