মার্কিন কূটনৈতিক পরিবারগুলোকে ইউক্রেন ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূতাবাস কর্মীদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সেদেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা ও সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় এমন নির্দেশ দেওয়া হয়েছে। খবর বিবিসির।
ইউক্রেনের দূতাবাসের অপরিহার্য নয়, এমন কর্মীদেরও দেশত্যাগের অনুমতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। পাশাপাশি ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও নিজেদের প্রস্থান বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া বড় ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। তবে, যুক্তরাষ্ট্রের এমন দাবি অস্বীকার করেছে রাশিয়া।
চলমান উত্তেজনা ও 'মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সম্ভাব্য হয়রানির' আশঙ্কায় ইউক্রেন এবং রাশিয়া ভ্রমণ না করার জন্যও জনগণকে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ।
বিভাগের এক উপদেষ্টা বলেছেন, "রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে বলে খবর রয়েছে।"
পররাষ্ট্র বিভাগের আরও একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইউক্রেনে এখনও মার্কিন দূতাবাস খোলা রয়েছে; তবে হোয়াইট হাউস থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে, 'যেকোন সময়' হামলা হতে পারে।
কর্মকর্তাদের মতে, "এমন পরিস্থিতি তৈরি হলে, সরকার মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার মত অবস্থায় থাকবে না।"
সম্ভাব্য সংঘাতের হাত থেকে মার্কিন কূটনৈতিকদের রক্ষা করতেই দেশটির পররাষ্ট্র বিভাগ এমন সতর্কবার্তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
পশ্চিমা নেতৃত্বাধীন সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটোর প্রধান এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, সীমান্তে আনুমানিক ১ লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। এ কারণে ইউরোপ এখন নতুন সংঘাতের ঝুঁকিতে রয়েছে।
- সূত্র: বিবিসি