নিরাপত্তাজনিত কারণে আরও ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ ভারতে
আবারও একগুচ্ছ চীনা অ্যাপ নিষিদ্ধ করার পথে হাঁটতে চলেছে ভারত সরকার। নিরাপত্তার কারণেই এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হবে বলে জানানো হয়েছে।
এবার মোট ৫৪টি অ্যাপ নিষিদ্ধ করা হবে। নিষিদ্ধ হতে চলে চীনা অ্যাপগুলির মধ্যে রয়েছে বিউটি ক্যামেরা: সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা- সেলফি ক্যামেরা, ইকুয়ালাইজার এবং বাস বুস্টার, সেলসফোর্স এন্টের জন্য ক্যামকার্ড, আইসোল্যান্ড ২: অ্যাশেস অফ টাইম লাইট, ভিভা ভিডিও এডিটর, টেনসেন্ট এক্সরিভার, অনমিওজি চেস, অনমিওজি অ্যারেনা, অ্যাপলক, ডুয়াল স্পেস লাইট।
উল্লেখ্য, লাদাখে প্রকৃত নিয়ন্ত্ররেখা বরাবর ভারত-চীন সংঘাতের আবহে শতাধিক চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সুরক্ষার কারণ দেখিয়ে। গতবছরের সেপ্টেম্বর ভারত পাবজিসহ ১১৮টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে।
এর দুই মাস আগেই, ২৯ জুন, প্রথম ধাপে জনপ্রিয় অ্যাপ ইউসি ব্রাউজার, শেয়ারইট, উইচ্যাট, ভিগো লাইভ সহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়। আর এর একমাস আগেই আরও ৪৭টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল।