ছবিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ
বৃহস্পতিবার ভোরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে এক 'বিশেষ সামরিক অভিযানের' ঘোষণা দেন। এর প্রায় সঙ্গে সঙ্গেই দেশটির রাজধানী কিয়েভ কেঁপে ওঠে বিস্ফোরণের বিকট শব্দে। দেশটির সব গুরুত্বপূর্ণ শহর থেকেই শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। এর পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে ৯টার দিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় সতর্ক করেছেন, 'ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ চালাতে শুরু করেছে রাশিয়া'।
কয়েক সপ্তাহের কূটনীতি আলোচনাসহ রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঠেকাতে পারেনি এই সামরিক অভিযান। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এরইমধ্যে ইউক্রেনের সীমান্তে দেড় থেকে দুই লাখ সেনা মোতায়েন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সেইসঙ্গে ইউক্রেনের সেনাদের অস্ত্র জমা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি সতর্ক করেছেন, অপারেশনটি পূর্ব ইউক্রেনে 'গণহত্যায়' রূপ নিতে পারে।
এর আগে, রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা কথিত 'ইউক্রেনীয় আগ্রাসন' বন্ধে সাহায্যের জন্য মস্কোর কাছে আবেদন জানায়। এর কয়েক ঘন্টা পরেই সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন।
যদিও বৃহস্পতিবারের হামলার পরিধি তাৎক্ষণিকভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ' সবচেয়ে খারাপ পরিস্থিতি চলছে এখন'।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন অবিলম্বে রাশিয়ার 'পরিণাম' সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, এই অবৈধ অভিযান হবে 'বিপর্যয়কর, এতে প্রাণহানি ও মানুষের দুর্ভোগ সৃষ্টি হবে'।
পশ্চিমা সামরিকজোট ন্যাটো বাহিনীর প্রধান জেনস স্টলটেনবার্গও ইউক্রেনের ওপর রাশিয়ার 'বেপরোয়া ও উস্কানিবিহীন এমন হামলার' নিন্দা জানিয়েছেন।
সকাল থেকে চলা হামলা ও ইউক্রেনের বিভন্ন শহরের চলমান পরিস্থিতির বেশকিছু ছবিও এসেছে বিভিন্ন গণমাধ্যমে।
- সূত্র: আল জাজিরা