ইউরোপে রাখা মার্কিন পারমাণবিক অস্ত্র ফিরিয়ে নেওয়া হোক, আরও অনেক আগেই সরিয়ে নেওয়া উচিত ছিল: ল্যাভরভ
কিছু ইউরোপীয় দেশে মার্কিন পারমাণবিক অস্ত্রের উপস্থিতিকে অগ্রহণযোগ্য বলে মনে করছে রাশিয়া। জেনেভা সভায় নিরস্ত্রীকরণ বিষয়ক ভিডিও ভাষণে এ দাবি করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ।
তিনি আরও বলেন, মার্কিন পারমাণবিক অস্ত্র আরও অনেক আগেই আমেরিকায় ফেরত যাওয়া উচিত ছিল।
লাভরভ বলেন, 'নন-প্রলিফারেশন ট্রিটির মৌলিক নীতির বিরুদ্ধে গিয়ে বেশ কয়েকটি ইউরোপিয়ান রাষ্ট্রে এখনও মার্কিন পারমাণবিক অস্ত্র রয়ে গেছে—এটি আমাদের পক্ষে অগ্রহণযোগ্য। অপারমাণবিক ন্যাটো রাষ্ট্রগুলোর অংশগ্রহণে যৌথ পারমাণবিক কর্মসূচি এখনও চলছে।'
মার্কিন পারমাণবিক অস্ত্র বহু আগেই দেশে ফিরিয়ে নেওয়া উচিত ছিল, পাশাপাশি বহু আগেই ইউরোপে এ অস্ত্রের অবকাঠামোও বিনষ্ট করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
ল্যাভরভ বলেন, রাশিয়া সবসময়ই বিশ্বাস করেছে যে পারমাণবিক যুদ্ধে কেউই শেষ পর্যন্ত জয়ী হতে পারে না এবং পারমাণবিক যুদ্ধও হওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, ২০২১ সালে ১৬ জুন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতিতে এ নীতি নিশ্চিত করা হয়েছে।
রাশিয়ার উদ্যোগে ও সর্বাধিক সক্রিয় অংশগ্রহণে পারমাণবিক শক্তিধর পাঁচ দেশ দেশের নেতারা পারমাণবিক যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা ঠেকানোর জন্য যৌথ বিবৃতি দেন বলে দাবি করেন ল্যাভরভ।
-
সূত্র: তাস