'প্রমাণ করুন আপনারা আমাদের পক্ষে’- ইইউকে জেলেনস্কি
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে ইউক্রেন। আবেদনপত্রে সই করার একদিন পর ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইইউ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন এই যুদ্ধে তারা ইউক্রেনের পক্ষ নিয়ে থাকলে সেটি প্রমাণ করার জন্য।
জেলেনস্কি ভিডিওকলের মাধ্যমে ইউরোপীয় পার্লামেন্টের জরুরি অধিবেশনে যোগ দেন। সেখানে তিনি বলেন, "আমরা ইউরোপের (বাকি দেশগুলোর মতো) সমান সদস্য হওয়ার জন্য লড়াই করছি।"
"প্রমাণ করুন যে, আপনারা আমাদের সঙ্গে আছেন। প্রমাণ করুন, আমাদের হেরে যেতে দেবেন না আপনারা। প্রমাণ করুন, আপনারা সত্যিই ইউরোপীয়- তবেই কেবল মৃত্যুর উপর জীবনজয়ী হবে এবং অন্ধকারের উপর আলো জয়ী হবে।"
জেলেনস্কি ইউক্রেনীয় ভাষায় এই বক্তৃতা দিলেও ইইউ পার্লামেন্টের শ্রোতাদের জন্য তা অনুবাদ করে দেন একজন দোভাষী। দোভাষীর ইংরেজি অনুবাদটি ছিল কান্নায় জর্জরিত। তার এই বক্তৃতার পর পুরো পার্লামেন্টই আবেগ ভারাক্রান্ত হয়ে পড়ে।
বক্তৃতার পর জেলেনস্কিকে দাঁড়িয়ে অভিবাদনও জানিয়েছেন ইইউর আইনপ্রণেতারা।
ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা রাশিয়াকে একটি "দুর্বৃত্ত রাষ্ট্র" বলে অভিহিত করবেন এবং দেশটির উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন। মঙ্গলবার (১ মার্চ) এই মর্মে একটি খসড়া প্রস্তাবে ভোট দেবে ইইউ।
গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশী ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করলে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে অস্ত্র সরবরাহ করাসহ অভূতপূর্ব কিছু পদক্ষেপ নিয়েছে।
অ্যাসেম্বলির প্রধান পক্ষগুলো দ্বারা সমর্থিত সংশোধনী অনুসারে, রাশিয়ার অর্থনীতি এবং শিল্প, বিশেষ করে দেশটির সামরিক খাতকে কৌশলগতভাবে দুর্বল করার লক্ষ্যে ইইউ আইনপ্রণেতারা নিষেধাজ্ঞাকে আরও প্রসারিত করার আহ্বান জানাবেন।
খসড়ায় রাশিয়াকে একটি দুর্বৃত্ত রাষ্ট্রের তকমা দেওয়ার পাশাপাশি পুতিনের সম্বন্ধে বলা হবে, তিনি "২০ শতকের স্বৈরশাসকদের কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন"। অপরদিকে জেলেনস্কিকে "বীরত্বসূচক" নেতৃত্বের সাধুবাদ জানানো হবে এই খসড়ায়।
সূত্র: রয়টার্স।