খেরসন দখলের দাবি রাশিয়ান সেনাবাহিনীর
ইউক্রেনের দক্ষিণ উপকূলের প্রাদেশিক রাজধানী ও বন্দরনগরী খেরসেনের দখল নেওয়ার দাবি করেছে রাশিয়া। বুধবার এ ঘোষণা দেয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর এলেও ইউক্রেনের কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।
মস্কো এর আগে দাবি করে, খেরসনের 'পূর্ণ নিয়ন্ত্রণ' এখন তাদের হাতে।
তবে অঞ্চলটির গভর্নর দাবি করেছেন, খেরসন এখনও তাদের নিয়ন্ত্রণেই আছে। যদিও তিনি স্বীকার করেছেন যে, রুশ বাহিনী খেরসনকে ঘিরে ফেলেছে।
শহরটির মেয়রও ফেসবুক পোস্টে লিখেছেন: 'আমরা এখনও ইউক্রেন। এখনও অবিচল।'
এর আগে বিবিসি জানায়, খারকিভে রুশ হামলায় ২১ জন মারা গেছে, আহত হয়েছে ১১২ জন। এছাড়া খারকিভের পুলিশ কার্যালয়েও আঘাত করেছে রুশ ক্ষেপণাস্ত্র।
খেরসনে বাসিন্দার সংখ্যা আড়াই লাখ। শহরটির মেয়র কেন্দ্রীয় সরকার ও মানবিক সহায়তা প্রদানকারী সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন।
- সূত্র: আল জাজিরা, বিবিসি, আরটি