ইউক্রেনের পর পুতিনের পরবর্তী টার্গেট মলদোভা!
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝেই বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর 'যুদ্ধ মানচিত্রের' সামনে দাঁড়িয়ে তোলা ছবি ও ভিডিও সম্প্রতি নতুন প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহলে। ইউক্রেনের পর এবার পার্শ্ববর্তী দেশ মলদোভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা অভিযানের পরিকল্পনা করছেন কিনা, সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গত মঙ্গলবার (১ মার্চ) বেলারুশের নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেন লুকাশেঙ্কো। ওই বৈঠকেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইন মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মানচিত্রের সামনে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো, যেই মানচিত্রে ইউক্রেনকে চার খণ্ডে ভাগ করা হয়েছে। নিউইয়র্ক পোস্টের দাবি, দক্ষিণ ইউক্রেন থেকে মলদোভায় আক্রমণের যে পরিকল্পনা করা হয়েছে, তা নিয়েই বৈঠকে কথা বলছিলেন লুকাশেঙ্কো।
বেলারুশ বরাবরই রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। আর এ কারণেই সামরিক বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে পুতিনের সম্ভাব্য মলদোভা অভিযানের সহযোগী হতে পারে বেলারুশ।
মার্কিন সংবাদপত্র দ্য হিল'র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউক্রেনে কীভাবে এবং কোন পথে রুশ বাহিনী অভিযান চালাবে, সেইসঙ্গে কোথায় কোথায় হামলা করা হবে, তা তুলে ধরা হয়েছে ওই মানচিত্রে। এখন পর্যন্ত সেই ছকেই হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইউক্রেনের বন্দর শহর ওডেশা থেকেই মলদোভায় হামলা চালাতে পারে রাশিয়া।
উল্লেখ্য, পূর্বে ডনবাস ও দক্ষিণে ক্রিমিয়ার পাশাপাশি পার্শ্ববর্তী দেশ বেলারুশের দক্ষিণাঞ্চল থেকেও ইউক্রেনের কয়েকটি শহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। সংবাদ সংস্থা এএফপি'র দাবি, বৈঠকে লুকাশেঙ্কো দেশের দক্ষিণাঞ্চলে আরও সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এর আগে তিনি রাশিয়ার ইউক্রেন অভিযানে রুশ বাহিনীকে সাহায্য করতে বেলারুশের সেনারা অংশ নেবে বলেও ঘোষণা দিয়েছিলেন।
- সূত্র: নিউইয়র্ক পোস্ট, টাইমস নাউ