তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস সরবরাহ বন্ধ করবে রাশিয়া
রাশিয়ার তেলের ওপর পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করলে জার্মানিতে প্রধান গ্যাস পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে মস্কো।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, "রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ, বিশ্ব বাজারের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে।" এর ফলে ব্যারেল প্রতি তেলের দাম দ্বিগুণেরও বেশি, ৩০০ মার্কিন ডলারে পৌঁছাবে বলে সতর্ক করেন তিনি।
ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় মস্কোকে শিক্ষা দিতে ওয়াশিংটন তার পশ্চিমা মিত্রদের সঙ্গে রাশিয়ার তেলের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করছে বলে জানা গেছে। তবে, জার্মানি ও নেদারল্যান্ডস সোমবার (৭ মার্চ) এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।
ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস চাহিদার প্রায় ৪০ শতাংশ এবং তেল চাহিদার ৩০ শতাংশই পূরণ হয় রাশিয়ার কাছ থেকে। তাই এই জ্বালানি সরবরাহ বন্ধ হলে তাৎক্ষণিকভাবে কোনো বিকল্প উৎস থেকে এর যোগান নিশ্চিত করা সম্ভব হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া এক বক্তৃতায় উপ-প্রধানমন্ত্রী নোভাক বলেন, "ইউরোপীয় বাজারে দ্রুত রাশিয়ার তেলের বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব। এ কাজের জন্য কয়েক বছর সময় লাগবে, এবং ইউরোপীয় ভোক্তাদের জন্য এটি অনেক বেশি ব্যয়বহুল হবে। শেষ পর্যন্ত এই পরিণতির মাধ্যমে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবেন।"
তিনি আরও বলেন, রাশিয়ার তেলের ওপর অবরোধ আরোপ করা হলে এর জবাব দেওয়া হবে।
"একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদেরও আছে এবং আমরা নর্ড স্ট্রিম ১ গ্যাস পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহে নিষেধাজ্ঞা দেব", যোগ করেন তিনি।
বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ রাশিয়া। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল উৎপাদনে দেশটির অবস্থান বিশ্বে দ্বিতীয়। সুতরাং, জ্বালানি খাতে যেকোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা রাশিয়ার অর্থনীতিকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করবে।
রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমাদের প্রতি দাবি জানিয়ে আসছে ইউক্রেন। এ বিষয়ে বিশ্বের অনেক দেশেই উদ্বেগ তৈরি রয়েছে, কারণ এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা আন্তর্জাতিক বাজারে ব্যাপক প্রভাব ফেলবে।
অবরোধ আরোপের বিষয়ে সোমবার আলোচনার এক পর্যায়ে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১৩৯ ডলারে পৌঁছায়, যা গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া, যুক্তরাজ্যে পেট্রলের গড় দাম লিটার প্রতি রেকর্ড ১৫৫ পেনিতে পৌঁছেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মিত্রদের ছাড়াই যুক্তরাষ্ট্র এককভাবে রাশিয়ার তেলের ওপর অবরোধ আরোপ করতে পারে। তবে যুক্তরাষ্ট্রে রাশিয়া থেকে মাত্র ৩ শতাংশ তেল আমদানি করা হয়। ফলে ওই নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর খুব বেশি প্রভাব ফেলবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা।
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকোভ রয়টার্সকে বলেছেন, ইউক্রেন যদি লড়াই বন্ধ করে তাদের সংবিধান সংশোধন করার পাশাপাশি নিজেদের নিরপেক্ষ ঘোষণা করে এবং রাশিয়ার ক্রিমিয়া অধিভুক্তি ও রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী প্রদেশগুলোর স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, তাহলে মস্কো এই অভিযান স্থগিত করবে।
ইউক্রেনের একজন মধ্যস্ততাকারী মিখাইলো পোদোলিয়াক জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে তৃতীয় দফার বৈঠকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে কিছুটা সমঝোতা হয়েছে। তবে অন্যান্য বেশিরভাগ ইস্যুতেই সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
তিনি বলেন, "পরিস্থিতির উন্নতি হওয়ার মতো উল্লেখযোগ্য কোনো ফলাফল এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।"
- সূত্র: বিবিসি