পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ তকমা দিলেন বাইডেন, তীব্র প্রতিক্রিয়া ক্রেমলিনের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে 'যুদ্ধাপরাধী' বলে অভিহিত করেছেন। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। এমন বক্তব্যকে 'অগ্রহণযোগ্য' এবং 'ক্ষমার অযোগ্য' বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ।
বুধবার (১৬ মার্চ) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট পুতিনকে প্রথমবারের মত 'যুদ্ধাপরাধী' তকমা দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তবে পুতিনকে ওই তকমা দেওয়ার বিষয়ে বাইডেনের পূর্বপ্রস্তুতি ছিল না বলে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হঠাৎই ওই মন্তব্য করে বসেন তিনি।
কিন্তু পরে আবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট বাইডেন 'স্পিকিং ফ্রম হিস হার্ট' বা নিজের মন থেকেই ওই মন্তব্য করেছেন।
এদিকে, বাইডেনের মন্তব্যকে 'ক্ষমার অযোগ্য' বলে আখ্যা দিয়েছে ক্রেমলিন।
রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, "একজন রাষ্ট্রনেতার কাছ থেকে এ ধরণের বাগাড়ম্বর অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বলেই আমরা বিশ্বাস করি।"
"বিশেষ করে যাদের ছোঁড়া বোমায় সারা দুনিয়ায় হাজার হাজার মানুষ মারা গেছে", বলেন পেসকভ।
চলমান সংকটের মাঝে বাইডেনের বক্তব্য ইউক্রেন-রাশিয়া সম্পর্কে উত্তেজনার পারদ নতুন করে আরও একটু চড়িয়েছে বলে মনে করছেন অনেকে।
ওয়াশিংটনে প্রেসিডেন্ট বাইডেনকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, পরিস্থিতি বিবেচনায় তিনি এখন রুশ প্রেসিডেন্ট পুতিনকে 'যুদ্ধাপরাধী' বলে মনে করছেন কিনা।
প্রশ্নের জবাবে শুরুতে মার্কিন প্রেসিডেন্ট 'না' বললেও পরে হঠাৎই মত বদলে তিনি বলেন, "আমি মনে করি তিনি একজন যুদ্ধাপরাধী।"
এ ব্যাপারে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি পরবর্তীতে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার 'বর্বর' হামলার চিত্র দেখে, আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিয়ে প্রেসিডেন্ট নিজের মন থেকেই ওই কথা বলেছেন।
তবে তিনি উল্লেখ করেছেন, যুদ্ধাপরাধ কী তা নির্ধারণ করার জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আলাদা আইনি প্রক্রিয়া রয়েছে। সে কাজটি পৃথকভাবে চলছে বলেও জানান তিনি।
- সূত্র: বিবিসি