আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী এখন ওয়াশিংটন ডিসিতে উবার চালান
'আগামী দুইদিনের মধ্যে যদি আরও ৫০টি ট্রিপ পাই, তবে ৯৬ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮,২৫৪ টাকা) বোনাস পাব,' কথাগুলো বলছিলেন আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী খালেদ পায়েন্দা।
তালেবানদের আফগানিস্তান দখলের এক সপ্তাহ আগেই মন্ত্রিত্ব ছাড়েন ৪০ বছর বয়সী পায়েন্দা। বর্তমানে একজন উবার চালক হিসেবে তার আবাস যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে।
দায়িত্ব পালন করতে গিয়ে যার হাত দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের বাজেট পাস হয়েছে, সেই হাত দিয়েই এখন ধরতে হচ্ছে ড্রাইভিং হুইল!
গত আগস্টে তালেবানদের আফগানিস্তান দখলের আগেই প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে তার সম্পর্কের অবনতির কারণে এ সিদ্ধান্ত নিতে অনেকটাই বাধ্য হন। ফলাফল, গ্রেপ্তার এড়াতে আফগানিস্তান ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
এর এক সপ্তাহের মধ্যে তালেবানদের কাবুল দখলের পর দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে চলে যান আশরাফ গনিও। তার বিরুদ্ধে দেশটির সরকারি কোষাগার থেকে ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এর মধ্যেই গণমাধ্যমের চোখও অনেকটাই সরে গেছে দেশটির ওপর থেকে।
তবে কাবুল থেকে ওয়াশিংটনে গিয়ে উবার চালিয়ে একেবারে নাখোশ নন পায়েন্দা। পরিবারকে সহায়তা করতে পারছেন, এ কারণে অনেকটাই খুশি তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই এক নির্মম বাস্তবতার কথা তুলে ধরেন তিনি। 'বর্তমানে আমার নিজস্ব কিছু নেই, কোথাও যাবার নেই, এ বিষয়টি খুবই শূন্যতার জন্ম দেয়।'
২০২০ সালে কোভিডে মাকে হারান, এরপরই তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। সে সময় এই দায়িত্ব যদি তিনি না পেতেন, তবে হয়তো এই দিন দেখতে হতো না তাকে—পায়েন্দা এমনভাবেই তার দুঃখের কথা তুলে ধরেন ওয়াশিংটন পোস্টকে দেওয়া ওই সাক্ষাৎকারে।
জীবনে অনেক নির্মমতা ব্যর্থতা দেখতে হয়েছে জানিয়ে তিনি বলেন, 'মানুষের দুঃখগুলো নিজ চোখে দেখা খুব কঠিন, বিশেষ করে এ ব্যর্থতার দায়ভার যখন আমারও।'
তার মতে, আফগানদের সংঘবদ্ধ হওয়ার খুব একটা ইচ্ছা নেই। তবে ৯/১১-র পর আফগানিস্তানে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে যুক্তরাষ্ট্র প্রতারণা করেছে, প্রথমদিকে সবকিছু ঠিক থাকলেও পরবর্তীতে দায়বদ্ধতার জায়গা থেকে সরে যায় বলেও মনে করেন তিনি।
যেদিন তালেবানদের হাতে আফগানিস্তানের পতন হয়েছিল, সেই সময় বিশ্ব ব্যাংকের এক কর্মকর্তাকে উদ্দেশ করে দেওয়া এক বার্তায় পায়েন্দা বলেন, 'মানুষের জন্য কাজ করতে ২০ বছর সময় হাতে পেয়েছিলাম, তবে আমরা এমন একটি তাসের ঘর বানিয়েছি যা সম্পূর্ণই নৈরাজ্যে ভরা।'
- সূত্র: গার্ডিয়ান