মঙ্গলের পর এবার শুক্র অভিযানে যেতে পারে চীন
গ্রহের অনুসন্ধান পরিকল্পনার অংশ হিসেবে শুক্র গ্রহে চীন একটি মিশন যুক্ত করার কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির একজন সিনিয়র মহাকাশ কর্মকর্তা।
২০২০ সালে মঙ্গল গ্রহে তাদের প্রথম আন্তঃগ্রহ মিশন, তিয়ানওয়েন ১ পাঠায় চীন। মিশনের অরবিটার এখনও রেড প্ল্যানেট, মঙ্গলে কাজ করে চলেছে।
চীনের লুনার এক্সপ্লোরেশন মিশনের প্রধান ডিজাইনার উ ওয়েরেন এই মাসের শুরুতে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, মঙ্গলে মিশন শুরু করতে যাচ্ছে তিয়ানওয়েন ২, ৩ এবং ৪।
এছাড়া, একটি সাম্প্রতিক মহাকাশ প্রতিবেদনে চীন জানিয়েছে, তারা বৃহস্পতির সিস্টেম অনুসন্ধানেও একটি মিশন পাঠাতে যাচ্ছে।
এরপর ৭ মার্চ প্রকাশিত এক সাক্ষাৎকারে উ ওয়েরেন বলেন, তারা শুক্রতেও মিশন পাঠানোর কথা বিবেচনা করছেন।
চীনের বিজ্ঞানীরা গত দশকের শুরুর দিকেই শুক্র গ্রহে অভিযানের প্রস্তাব করেছিলেন।
সম্প্রতি, ২০২০ এর সেপ্টেম্বরে শুক্রের বায়ুমণ্ডলে পৃথিবীতে জীবন প্রক্রিয়ার সাথে যুক্ত একটি রাসায়নিক (ফসফাইন) শনাক্তকরণের ঘোষণার পর গ্রহটি একটি আলোচিত বিষয় হয়ে ওঠে।
গত বছর, নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা সৌরজগতের উষ্ণতম গ্রহে তিনটি মিশন ঘোষণা করে। এবার চীনও শুরু করতে পারে নতুন মিশন।
- সূত্র- স্পেস ডটকম