ক্ষমতায় থাকতে পারবেন না পুতিন: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব বেশি দিন রাষ্ট্রক্ষমতায় থাকতে পারবেন না। শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অবস্থিত রয়্যাল ক্যাসেলে বক্তৃতা দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার।
তিনি বলেন, "এই লোক (পুতিন) আর ক্ষমতায় থাকতে পারেন না।" ৪ দিনের ইউরোপ সফরে অন্যান্য ইউরোপীয় নেতাদের উপস্থিতিতেই পুতিন সম্পর্কে এ মন্তব্য করেন তিনি।
এদিকে, বাইডেন মন্তব্যকে প্রত্যাখ্যান করে ক্রেমলিন বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এ বিষয়ে কোনো কর্তৃত্ব নেই।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, "এই সিদ্ধান্ত বাইডেন নেবেন না। রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ানদের দ্বারা নির্বাচিত হয়।"
পরবর্তীতে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, "বাইডেন রাশিয়ায় ক্ষমতা পরিবর্তনের আহ্বান জানাননি; বরং এটি বলার অর্থ ছিল, পুতিন তার প্রতিবেশী দেশ বা অঞ্চলের ওপর বলপ্রয়োগ করার অধিকার রাখেন না।"
বৃহস্পতিবার (২৪ মার্চ) উন্নত দেশের জোট জি-৭ ও ট্রান্স আটলান্টিক সামরিক জোট ন্যাটোর সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামের ব্রাসেলসে পৌঁছান বাইডেন। এরপর তিনি ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরে যান। এ সময় পোল্যান্ড সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরবর্তী পশ্চিম ইউক্রেনীয় শহর লিভিভে ৪ থেকে ৫টি রকেট বোমা আঘাত হানে। এ হামলার পরপরই ওয়ারশতে পুতিনকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
- সূত্র: আল জাজিরা