চীনকে নিয়ে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায় রাশিয়া
চীনকে সঙ্গে নিয়ে নতুন এক বিশ্বব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছে রাশিয়া। চীন সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার (৩০ মার্চ) এ কথা জানিয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এটিই রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর। এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চীনের তুনসি শহরে মিলিত হন। ইউক্রেন সংকটের মাঝে এই বৈঠককে ঘিরে উত্তেজনার আশঙ্কা আরও বেড়েছে বিশেষজ্ঞ মহলে।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, "চীন এবং রাশিয়া একটি নতুন ন্যায়সঙ্গত, গণতান্ত্রিক বিশ্বব্যবস্থা তৈরির দিকে অগ্রসর হচ্ছে।"
এদিকে, ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনের জের ধরে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর একের পর নিষেধাজ্ঞা দিয়ে গেলেও বেইজিং এখনও এই আগ্রাসনের নিন্দা জানায়নি। বরং দুই দেশের কূটনৈতিক সহযোগিতা আরও জোরালো হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, রাশিয়াকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদানের ব্যাপারেও 'ইতিবাচক ইঙ্গিত' দিয়েছে চীন। সেই সঙ্গে, ইউক্রেনে রুশ আগ্রাসনকে ১৯৮৯ সালে তিয়ানানমেন স্কয়ারে চীনের বিক্ষোভ দমনের সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের এসব অভিযোগ অস্বীকার করেছে চীন সরকার।
এর আগে, গত ৪ ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতিতে চীন এবং রাশিয়া বলেছিল, "দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো সীমারেখা নেই।" আর গত সোমবার (২৮ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন সর্বকালের সর্বোত্তম পর্যায়ে রয়েছে।
ইউক্রেন আগ্রাসনে সরাসরি রাশিয়ার নিন্দা করেনি এমন আরেকটি দেশ হচ্ছে ভারত। চীন সফর শেষে ল্যাভরভ ভারতে যাবেন বলেও আশা করা হচ্ছে। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে নয়াদিল্লিতে দুই দিনের সফরে আসবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমটিই জানানো হয়েছে।
চীনের মতো ভারতও ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে সমালোচনা এড়িয়ে গেছে। এমনকি রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও স্বাভাবিক রাখতে উদ্যোগী হয়েছে ভারত সরকার। একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, রাশিয়াকে সুইফট থেকে বাদ দেওয়ার পর দেশটির সঙ্গে বাণিজ্যিক লেনদেন স্বাভাবিক রাখতে বিকল্প উপায় সন্ধান করতেও শুরু করেছে ভারত।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের বৈঠকে ভারত-রাশিয়া সম্পর্কের অন্যান্য দিক নিয়েও আলোচনা হতে পারে।
সূত্র: ফোর্বস, সিবিএস নিউজ, রয়টার্স।