ইমরান ও শাহবাজের কাছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম চেয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রধান বিরোধীদলীয় নেতা শাহবাজ শরীফের কাছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাবের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। প্রস্তাবিত নামটি হতে হবে উভয় শিবিরের ঐক্যমত্যের ভিত্তিতে। এবং তা বর্তমান পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর তিনদিনের মধ্যে হতে হবে।
রোববার (৩ এপ্রিল) পাকিস্তানের পার্লামেন্ট- জাতীয় পরিষদের নিম্নকক্ষের ডেপুটি স্পিকার কাশিম সুরি বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি বাতিল করেন। এরপর সেদিনই ইমরান খানের সুপারিশের পর পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আলভি।
প্রেসিডেন্টের ওই নির্দেশনামাটি প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্য ডন। সেখানে বলা হয়েছে সংবিধানের ৫৮(১) অনুচ্ছেদের অধীনে কেন্দ্রীয় মন্ত্রীসভা ও জাতীয় পরিষদ বিলুপ্ত করা হলো।
প্রেসিডেন্ট জানিয়েছেন, সংবিধানের ২২৪-অ(৪) অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী দায়িত্বগ্রহণের আগপর্যন্ত স্বপদেই বহাল থাকবেন ইমরান খান।
নির্দেশপত্রে উল্লেখ রয়েছে, "প্রেসিডেন্ট বর্তমান প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সাথে আলোচনা করে পাকিস্তানের সংবিধানের ২২৪-অ(৪) অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীকে নিয়োগ দেবেন।"
- সূত্র: দ্য ডন